রাজনীতি

ইদ্রিস আলীসহ পাঁচজনকে জাসদ থেকে বহিস্কার

By daily satkhira

October 25, 2016

প্রেস বিজ্ঞপ্তি: জাতীয় সমাজতান্ত্রিক দল সাতক্ষীরা জেলা শাখার জরুরি সাধারণ সভা জাসদের জেলা সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী রিয়াজের সভাপতিত্বে মুনজিতপুরস্থ জাসদের কার্যালয়ে মঙ্গলবার বিকাল ৫টায় অনুষ্ঠিত হয়। সভাপরিচালনা করেন, দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন লস্কর শেলী। উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কার্যকারি কমিটির সহ-সম্পাদক শেখ ওবায়দুস সুলতান বাবলু, জেলা সদস্য ও দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই- এলাহী, জাতীয় শ্রমিকজোট সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক মোঃ আবু সেলিম, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক মিলন ঘোষাল, বাংলাদেশ ছাত্রলীগ জেলা সভাপতি অনুপম কুমার অনুপ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ধীরাজ মোহন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকাশ বিশ্বাস প্রমুখ। সভায় আগামী ৩১ অক্টোবর জাসদের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী জাকজমক ভাবে পালনের প্রস্তুতি গ্রহণ ও সভায় আগামী ১৫ নভেম্বর জঙ্গি সঙ্গী বর্জন ও বিচারের দাবিতে সাতক্ষীরা প্রেসক্লাবে গোল টেবিল বৈঠকের আয়োজন। সভায় জাসদ কেন্দ্রীয় কার্যকরি কমিটির নির্দেশে ও সাতক্ষীরা জেলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক দলীয় কর্মকান্ডের পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে প্রভাষক ইদ্রিস আলী, সরদার কাজেম আলী, আবু বকর সিদ্দিক, দিদারুল আলম হেলাল, দেবাশীষ দাশ, প্রভাষক শহীদুল ইসলামকে দল থেকে বহিস্কারের সিদ্ধান্ত গৃহিত হয়। সাথে সাথে সাতক্ষীরা সদর উপজেলা জাসদের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়।