আন্তর্জাতিক

জেরুজালেমে আটক তুর্কিদের মুক্তি দিল ইসরায়েল

By Daily Satkhira

December 26, 2017

জেরুজালেমে আটক তিন তুর্কি নাগরিককে অবশেষে মুক্তি দিল ইসরায়েল। দেশটির আদালত তাদের মুক্তির আদেশ দিলে তাদের মুক্তি দেওয়া হয়।

গত শুক্রবার পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতদের দুজন আবদুল্লাহ কিজলিরমাক ও মেহমেট কারগিলের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, তারা আল আকসা মসজিদ প্রাঙ্গণের বাইরে পুলিশ কর্মকর্তাদের লাঞ্ছিত করেছিলেন। অভিযুক্ত এই দুজন তুরস্কের পাশাপাশি বেলজিয়ামেরও নাগরিক।

আটককৃত তৃতীয় ব্যক্তি অ্যাডাম কোককে ‘জনশৃঙ্খলা ভঙ্গ ও অবৈধ কার্যক্রমে যুক্ত হওয়ার’ অপরাধে অভিযুক্ত করা হয়েছিল।

ইসরায়েল পুলিশের মুখপাত্র মিকি রসেনফেল্ড সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ওই তিনজন একটি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয়ার পরিকল্পনা করেছিলেন।

তিন তুর্কি নাগরিককে গ্রেফতারের সময় কোনো বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে থাকা এক ব্যক্তির করা ভিডিওতে দেখা গেছে, আল আকসা মসজিদ কম্পাউন্ডের কাছে একটি দরজায় কিছু লোক দাঁড়িয়ে ছিল, যাদের গায়ে দেওয়া গেঞ্জিতে তুরস্কের পতাকাখচিত ছিল।

ডেইলি সাবাহর প্রতিবেদনে জানানো হয়, সেই গেঞ্জিগুলো পরে থাকার কারণে ইসরায়েলি সৈন্যরা তাদের সেখানে ঢুকতে দিচ্ছিল না, যা থেকে পুলিশের সাথে তাদের বাক-বিতণ্ডা হয়। এরপর তাদেরকে গ্রেফতার করা হয়।