নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলাকে ‘ভিক্ষুক’ বানিয়ে দিয়েছে দৃর্বৃত্তরা। স্বাগতম “ভিক্ষুক সাতক্ষীরা সদর উপজেলা” এমনি বিলবোর্ড প্রতিনিয়িত নজরে পড়ছে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের সাতক্ষীরা সদর উপজেলার শেষ সীমান্ত দক্ষিণ আলিপুর ফুটবল মাঠের পাশেই। ‘ভিক্ষুকমুক্ত সাতক্ষীরা সদর উপজেলা’ লেখা বিলবোর্ডের ‘ভিক্ষুকমুক্ত’ শব্দটির ‘মুক্ত’ অংশটুকু মুছে দুর্বৃত্তরা বিলবোর্ডটিকে বিকৃত করে ফেলেছে। যার ফলে বিলবোর্ডে লেখা দেখা যাচ্ছে- ‘ভিক্ষুক সাতক্ষীরা সদর উপজেলা’! এদিকে, অনেকদিন ধরে বিলবোর্ডে এমন বিকৃতি থাকলে এটাকে ঠিক করে দেয়ার উদ্যোগ দেখা যাচ্ছে না। এ ধরনের লেখা দেখে হতবাক হচ্ছেন সাধারণ পথচারীরা। কিন্তু বিষয়টি দায়িত্বশীল কারও নজরে পড়ছে না বলে মনে হচ্ছে।