সাতক্ষীরা

অসহায় রেহেনাকে পুনর্বাসন করলেন পুলিশ সুপার

By Daily Satkhira

December 26, 2017

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জর্জ কোর্ট সংলগ্ন এলাকায় ভিক্ষাবৃত্তি করে বেড়ানো প্রতিবন্ধী ভিক্ষুক রেহেনা খাতুনকে চা-পানের দোকান করে দিয়ে পুনর্বাসন করলেন পুলিশ সুপার। মঙ্গলবার বিকেল ৪টায় দোকানটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তিনি। সাংবাদিক আকরামুল ইসলামের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা বঙ্গবন্ধু যুব আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি, কোর্টের এপিপি তামিম আহম্মেদ সোহাগ, দৈনিক সাতক্ষীরার সম্পাদক ও একাত্তর টিভির রিপোর্টার বরুণ ব্যানার্জী। এ সময় সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। আমি প্রত্যাশা করি চা-পানের দোকানটির মধ্য দিয়ে অসহায় রেহেনা খাতুন ভিক্ষাবৃত্তি থেকে বেরিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। চা-পানের দোকানটি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মিজানুর রহমান, সাতক্ষীরা বিআরটিএ’র সহকারী পরিচালক তানভীর আহম্মেদ চৌধুরী, সাতক্ষীরা জর্জ কোর্টের আইনজীবী. মনিরউদ্দীন, সবুজ, জিয়া, হুমায়ুন কবির, সাইদুজ্জামান জিকু, সাইফুল ইসলাম, সাংবাদিক শাহিদুর রহমান, অমিত কুমার, খলিলুর রহমান, আবু সাঈদসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এ সময় উপস্থিত সকলে সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার সাজ্জাদুর রহমানকে অসহায় প্রতিবন্ধীকে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের জন্য ধন্যবাদ জানান। উল্লেখ্য, সাতক্ষীরা সদরের বিনেরপোতা এলাকার প্রতিবন্ধী ভিক্ষুক রেহেনা খাতুনের অসহায়ত্বের কথা তুলে ধরে ফেসবুকে প্রচারণা চালানোর পর তার পুনর্বাসনের দায়িত্ব নেন সাতক্ষীরা পুলিশ সুপার।