তালা

তালায় গৌরবের একুশ থেকে রক্তাক্ত ‘৭১’ স্মরণিকার মোড়ক উন্মোচন

By Daily Satkhira

December 26, 2017

মীর জাকির হোসেন, তালা: উপজেলার জেঠুয়া বাজার কপোতাক্ষ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ কর্তৃক প্রকাশিত গৌরবের একুশ থেকে রক্তাক্ত “৭১” স্মরনিকার ২য় বর্ষ’র ২য় সংখ্যার মোড়ক আনুষ্ঠানিক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জেঠুয়া জাগরণী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে- স্থানীয় সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে স্মরনিকার মোড়ক উন্মোচন করেন।

আইডিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আইডো) এর সহযোগীতায়, কপোতাক্ষ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ উক্ত অনুষ্ঠানের আয়োজন করে। কপোতাক্ষ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ’র সভাপতি ইন্দ্রজিৎ দাশ বাপীর সভাপতিত্বে ও জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ রামপ্রসাদ দাশ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, তালা উপজেলা আওয়ামীলীগ সভাপতি শেখ নুরুল ইসলাম, সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু, তালা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন, খেশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাজিব হোসেন রাজু, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি সরদার জাকির হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সরদার মশিয়ার রহমান প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুর রশিদ, আওয়ামীলীগ নেতা অধ্যাপক এম.এ গফ্ফার, অধ্যাপক কামরুল ইসলাম, প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান, জেএসডির কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, কপোতাক্ষ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ’র সম্পাদক জি.এম. নজরুল ইসলাম, কবি তপন পাল ও আওয়ামীলীগ নেতা কার্তিক চন্দ্র প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় পরে সংশ্লিষ্ট স্মরনিকার মোড়ক উন্মোচন শেষে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাতে এই উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।