শ্যামনগর

হনুমান এখন নুরনগরে

By Daily Satkhira

December 26, 2017

নুরনগর থেকে পলাশ দেবনাথ: গত কয়েক দিন যাবৎ শ্যামনগরের নুরনগর বাজারসহ এর আশপাশের এলাকায় একটি হনুমানকে বিচ্ছিন্নভাবে ঘোরা ফেরা করতে দেখা যাচ্ছে। দক্ষিণাঞ্চলে যশোরের কেশবপুরে সাধারণত হনুমান দেখা যায় বেশি। এলাকাবাসী ধারণা করছেন এই হনুমানটিও কেশবপুর এলাকা থেকে এসেছে। এটি কখনও চায়ের দোকানের চালের উপর আবার কখনও বা গাছের ডালে বসে কাটাচ্ছে সময়। যেখানেই অবস্থান করছে হনুমানটি সেখানেই বাড়ছে মানুষের ভিড়। হনুমানটিকে কলা, বিস্কুট, পাউরুটি যা দিচ্ছে খেয়ে নিচ্ছে সে। এছাড়া খাবার দিতে গিয়ে কয়েক জনকে, হনুমানের চড় খাওয়ার খবর পাওয়া গেছে। অন্যদিকে এলাকার কুকুর গুলো এই অনাকাংক্ষিত মেহমানকে মেনে নিতে পারছে না। বিধায় হনুমান ও কুকুরগুলোর মাঝে ঝগড়া করতে দেখা যাচ্ছে। এভাবে চলতে থাকলে হয়তো কুকুরগুলোর কাছে জীবন যুদ্ধে হেরে যেতে হবে হনুমানটির। এমতাবস্থায় এলাকার সচেতন মহল ভাবছেন, হনুমানটি কখনো কি ফিরতে পাবে তার আবাসস্থল কেশবপুরের অভয়াশ্রমে?