শ্যামনগর

শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব থামছে না

By Daily Satkhira

December 27, 2017

শ্যামনগর ব্যুরো: মহামান্য হাইকোর্ট এর ১৬৩৯২/২০১৭ নং রিট পিটিশন আদেশ অমান্য করে শ্যামনগরের খোলপেটুয়া নদীর ভাঙন কবলিত এলাকাসহ বিভিন্নস্থানে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত রয়েছে। এমন অবস্থা অব্যাহত থাকলে পরিবেশ ও জীব বৈচিত্র হুমকির মুখে পড়বে। নওয়াবেঁকী বড় কুপট এলাকায় ব্যবসায়ী জামান এর কর্মচারী শেখ রমজান আলীর নামে গত ১২ অক্টোবর ২০১৭ তারিখে সাতক্ষীরা ডেপুটি কালেক্টর হইতে কপোতাক্ষ নদীর পাতাখালীর চরে ৪৮৬ দাগে বালু উত্তোলনের ইজারা নেন। অথচ, ইজারাদাতা রমজান আলী ইজারা বিজ্ঞপ্তির ১২নং কলামের নির্দেশনা অমান্য করে খোল পেটুয়া নদীর ভাঙ্গন কবলিত এলাকা থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন অব্যহত রেখেছে। এছাড়া উপজেলার শ্রীফলকাটি আইবুড়ি নদী থেকে, চন্ডিপুর, পাতাখালী, আটুলিয়া ও নুরনগর সহ বিভিন্ন এলাকায় বোরিং করে অবৈধ ভাবে বালু উত্তোলন অব্যহত রয়েছে। শ্যামনগরের অবৈধ ভাবে বালু উত্তোলন বন্দের জন্য আইয়ুব আনসারী মহমান্য হাইকোটে গত ২১ আগষ্ট ২০১৭ তারিখের ১৬৩৯২/২০১৭ নং রীট পিটিশন করে। বিজ্ঞ আদালত অবৈধ ভাবে বালু উত্তোলন বন্দের আদেশ দেন। এ ঘটনায় আইয়ুব আনসারী সাতক্ষীরা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার বরাবরে দরখাস্ত করেন। উক্ত দরখাস্তে রীট পিটিশনের কপি, ইজারার কপি, ম্যাপের কপি উক্ত দরখাস্তের সাথে সংযুক্ত করেন।