বিনোদন

পরীর অনুশোচনা

By Daily Satkhira

December 27, 2017

আমি তো এই আমিটা, আমার মুখে মায়ের বুলি।

আমি তো এই আমিটা, চোখটা জুড়ে স্বপ্ন বুনি। আমি তো এই আমিটা, বুকটা ভরা মায়ার খনি। আমি তো এই আমিটা, দু’হাত করে যত্ন ধরি। আমি তো এই আমিটা, দুর্গম পথ দু’পায়ে মাড়ই। আমি তো এই আমিটা, কণ্ঠে কোমল সুরও সাধি। আমি তো এই আমিটা, সিঁথি কাটা চুলে বেনুনি বাঁধি। আমি তো এই আমিটা, কষ্ট পেলে ডুকরে কাঁদি।

তবে আমি এ কোন আমি? যে রাগের কাছে উগ্র চরি!

তবে আমি এ কোন আমি? যে নিকৃষ্ট সেই ক্ষণজন্মাতে আপোষ করি! তবে আমি এ কোন আমি? যে গলা চরাই বিশ্রী ঐ উন্মাদনায়!

এই তো আমি, আমিই তো! শোধরাতে যে অনুশোচনায়…………….

(পরীমণির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত)