নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড মেডিকেল টেকনোলজিষ্ট পরিষদের ৫দফা দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বুধবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড মেডিকেল টেকনোলজিষ্ট পরিষদ সাতক্ষীরা শাখা। সংগঠনের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, সংগঠনের সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি জহিরুল ইসলাম, পবিত্র মন্ডল, সাধারণ সম্পাদক মিলন হোসেন প্রমুখ। বক্তারা এ সময়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড মেডিকেল টেকনোলজিষ্টদের সরকারি চাকুরীসহ সকল ক্ষেত্রে সুযোগ প্রদান, ফার্মেসী ও নাসিং কাউন্সিল হতে পেশাগত সনদ পত্র প্রদান, ডেন্টাল টেকনোলজিষ্টদের ম্যাটস এর ন্যায় উপ-সহকারী ডেন্টাল অফিসাররের পদমর্যাদাসহ ৫ দফা দাবি তুলে ধরেন। তারা দ্রুত তাদের এই ৫দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের কাছে আহবান জানান। মানববন্ধন শেষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড মেডিকেল টেকনোলজিষ্ট পরিষদের সাতক্ষীরা শাখার নেতৃবৃন্দ সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাসেম মোঃ মহিউদ্দীনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।