দেবহাটা

নলতায় আধুনিক ব্যাংকের অভাবে উন্নয়ন বাধাগ্রস্থ

By daily satkhira

October 26, 2016

নলতা প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার নলতা শরীফ একটি ঐতিহ্যবাহী জনপদ। হযরত খানবাহাদুর আহছানউল্লা (রহঃ) এর পবিত্র মাজার নলতা শরীফে। স্থানীয় নলতা বাজারে প্রায় ৮০০টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠান আছে। ক্লিনিক, হাসপাতাল, এনজিওসহ বহু প্রতিষ্ঠান গড়ে উঠেছে এখানে। এখানে প্যারা মেডিকেল ও নার্সিং ইন্সটিটিউট নির্মাণ হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান আছে ১২টি। নলতার চারপাশে প্রায় ১৬ কিঃমিটারের মধ্যে কালিগঞ্জ, নাজিমগঞ্জ, ভাড়াশিমলা, খানজিয়া, নাংলা, দেবহাটা, সখিপুর, পারুলিয়া, কুলিয়া, তারালী, উজিরপুরসহ প্রায় ১৫ টি বাজার আছে। কিন্তু এখানকার ব্যবসায়ীদের ব্যাংক না থাকায় এনজিও বা মহাজনদের মুখাপেক্ষী হয়ে থাকতে হয়। পন্য আমদানি-রপ্তানির নিকটতম উল্লেখযোগ্য স্থলবন্দর ভোমরা। ব্যবসায়ীদর এলসি করার জন্য ছুটতে হয় দুরবর্তি শহর সাতক্ষীরাতে। সাতক্ষীরার দক্ষিণ অঞ্চল অর্থাৎ দেবহাটা, কালিগঞ্জ, শ্যামনগর জুড়ে মৎস্য চাষ বেশ জনপ্রিয়। অত্র অঞ্চলের অধিকাংশ মানুষ মৎস্য কাজে নিয়জিত। কিন্তু এসব বড় বড় ব্যবসার জন্য আধুনিক কোন ব্যাংকিং ব্যবস্থা নেই। রূপালী ব্যাংকের একটি মাত্র শাখা বিধায় তারা ব্যবসায়ীদের প্রয়োজনমত বিনিয়োগ দিতে পারছে না। তাই ঐতিহ্যবাহী এই জনপদের উন্নয়নে এবং ব্যবসা বানিজ্যের প্রসারে আধুনিক ব্যাংকিং ব্যবস্থার জন্য উর্দ্ধর্তন কর্তৃপক্ষের নিকট আশু হস্তক্ষেপ কামনা করছে এলাকার ব্যবসায়ীসহ সচেতন মহল।