কলারোয়া

কলারোয়া মদনপুরে বিদ্যুতায়নের উদ্বোধন

By Daily Satkhira

December 27, 2017

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের মদনপুর গ্রামের ৪২১টি পরিবার র্দীঘদিন যাবত আধুনিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল শুধুমাত্র বিদ্যুতের অভাবে। অবশেষে তাদের বিদ্যুতের আলোয় আলোকিত করা হয়েছে। বুধবার বিকাল ৫টায় উপজেলার চন্দনপুর ইউনিয়নের মদনপুর গ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পল্লী বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন তালা-কলারোয়ার সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। এ সময় তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার ২০২১ সালোর ভিতরে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌছায় দিবে। তার অংশ হিসাবে বুধবার কলারোয়া উপজেলার মদনপুর গ্রামের ৪২১টি পরিবার মধ্যে নতুন বিদ্যুত সংযোগ প্রদান করা হয়েছে। সাতক্ষীরা পল্লীবিদ্যুৎ সমিতির সভাপতি সাইফুল্লাহ আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলার ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার জিয়াউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, চন্দনপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম, কেরালকাতা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদার, লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম, চন্দনপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রউফ, ডেপুটি কমান্ডার মোসলেম আলী, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, চন্দনপুর ৯নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুট্টো, চন্দনপুর ইউনিয়ন আ ’লীগের ৭নং ওয়ার্ড সভাপতি ইউপি সদস্য ওলিউর রহমান, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, আ ’লীগনেতা শহর আলী, আজগর মল্লিক, শওকাত আলী খাঁ, হারিজ মোহাম্মাদ পরশ, আয়ুব মোল্যা, যুবলীগনেতা আব্দুল্লাহ, ডা: আবুল কালাম, আব্দুস সালাম, আব্দুল হামিদ, দেব কুমার পাত্র, কলারোয়া রিপোটার্স ক্লাবের নির্বাহী সদস্য এসএম ফারুক হোসেন প্রমূখ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির ইসি শেখ মহিদুল ইসলাম। অপরদিকে সন্ধ্যায় চন্দনপুর ইউনিয়নের বয়ারডাঙ্গা গ্রামের আড়াই কিলোমিটার বিদ্যুতের খুঁটি উদ্বোধন করেন তালা-কলারোয়ার সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহসহ অতিথিবৃন্দ।