ফিচার

রাত পোহালোই গাবুরা ইউপির উপ-নির্বাচন

By Daily Satkhira

December 27, 2017

গাজী আল ইমরান, শ্যামনগর ব্যুরো: রাত পোহোলেই ২৮ ডিসেম্বর বৃহম্পতিবার গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গাবুরা ইউপি চেয়ারম্যান জি.এম আলী আযম টিটোর মৃত্যুতে উক্ত পদটি শুন্য হলে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের ১৭.০০.০০০০.০৭৯.৪১.১৮.১৬-৫৪৮ নং স্মারকের মাধ্যমে গাবুরা ইউনিয়ন উপ-নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে। এ নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী গাবুরা ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি ও প্রাক্তন ইউপি সদস্য মো. রবিউল ইসলাম নৌকা প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং তার প্রতিদ্বন্দ্বিতা করেছেন সাবেক চেয়ারম্যান মৃত আলহাজ্জ্ব সোহরাব গাজীর বড় ছেলে সাবেক চেয়ারম্যান আলহাজ্জ্ব মাসুদুল আলম প্রতিক ধানের শীষ প্রতীক নিয়ে। এ নির্বাচনের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করতে বুধবার শ্যামনগর উপজেলার গাবুরার নির্বাচনী এলাকা পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার সাজেদুর রহমান, জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন, জেলা নির্বাচন অফিসার মোঃ মাজাহারূল ইসলাম, কালিগঞ্জ-শ্যামনগর এলাকার সার্কেল সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। এ বিষয়ে সাতক্ষীরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুর রহমান বলেন, গাবুরা ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসন কঠোর অবস্থানে থাকছে। নিñিদ্র নিরাপত্তা থাকছে এখানে। যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে আমদের বিপুল সংখ্যক কর্মকর্তা প্রস্তুত আছে। এ বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাচন অফিসার মো. রবিউল ইসলাম বলেন, গাবুরা ইউনিয়ন উপ-নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোস্ট গার্ড, বিজিবি, পুলিশ, র্যাবের সমন্ব^য়ে চার স্তরের নিরাপত্তা থাকছে এ নির্বাচনে। পুলিশের ২ টি মোবাইল টিম কাজ করবে, টহলে থাকে ১ প্লাটুন বিজিবি, ১ প্লাটুন র্যাব, ১ প্লাটুন কোস্ট গার্ড সার্বক্ষণিক কাজ করবে। তিনি আরো বলেন, মোট ৯ টি কেন্দ্রের প্রতি কেন্দ্রে অস্ত্রসহ তিন পুলিশ সদস্যসহ একাধিক আনসার ভিডিবি সদস্য ও গ্রাম পুলিশ মোতায়েন থাকবে। এ বিষযয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী বলেন, এ নির্বাচনে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। আশা করি কোন অপ্রীতিকর ঘটনা এ নির্বাচনে ঘটবে না।