খেশরা (তালা) প্রতিনিধি: তালার শ্রীমন্তকাটী প্রাথমিক বিদ্যালয় মাঠে ২৬ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় ছাত্র কল্যাণ পরিষদ আয়োজিত ৮ দলীয় মাস্টার আকবর আলী স্মৃতি মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। জালালপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য গোলদার আশরাফুল হকের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল।
অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন, জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম মুক্তি, নতুন বাজার কমিটির সভাপতি মাষ্টার আল আমিন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছহিলউদ্দীন সরদার, ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য শেখ আব্দুর রাজ্জাক, ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য মনিরুজ্জামান মনি, ছাত্র কল্যান পরিষদের উপদেষ্টা খুরশিদ আলম মশিউর এবং মরহুম মাষ্টার আকবর আলীর পুত্র মোঃ আসাদুজ্জামান জনি প্রমুখ।
ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন শ্রীমন্তকাটী আম বাগান ক্রিকেট একাদশ বনাম দোহার আটুলিয়া ক্রিকেট একাদশ। দোহার আটুলিয়া ক্রিকেট একাদশ ২ উইকেটে আমবাগান ক্রিকেট একাদশ’কে পরাজিত করে। খেলা পরিচালনা করেন মাসুকর রহমান ও নিশাত শরীফ শাওন। টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পরিষদের সভাপতি কুমার দেবাশীষ, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম রুবেল, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সবুজ, দপ্তর সম্পাদক সাব্বির হোসেন, সদস্য নাহিদ হোসেন, সাঈদ, শোভন, তরিকুল, শামীম, পল্লব ও অন্যান্য সদস্যবৃন্দ।