কালিগঞ্জ

নলতায় আছিয়া-নজির স্মৃতি ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

By Daily Satkhira

December 28, 2017

তোষিকে কাইফু: “মাদক ও অন্যান্য সামাজিক অসঙ্গতিকে না বলুন, ফুটবলকে হ্যাঁ বলুন” এ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ২.৩০ টায় অনুষ্ঠিত হয়েছে স্থানীয় এমপি ডা. আ ফ ম রুহুল হক’র পিতা বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মরহুম আলহাজ্জ মো. নজির আহম্মেদ এবং মাতা মরহুমা মোছা. আছিয়া খাতুনের নামে আছিয়া-নজির স্মৃতি ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট-১৭ উদ্বোধনী খেলা।

গুণী ব্যক্তিদ্বয়ের স্মরণে দেশী-বিদেশী খেলোয়াড়দের সমন্বয়ে লাবণ্যবতি ইয়াং স্টার ক্লাব. দেবহাটা,কুলিয়া বনাম সৈকত স্পোটিং ক্লাব.তালা,সাতক্ষীরা এর মধ্যে অনুষ্ঠিত ২৮ ডিসেম্বর বৃহস্পতিবারের টানটান উত্তেজনাপূর্ণ উদ্বোধনী খেলার সম্পন্ন হয়েছে। শেষ পর্যন্ত খেলার দ্বিতীয়ার্ধে দারুন ছন্দে ফিরে টাইব্রেকারের মাধ্যমে তালা সৈকত স্পোটিং ক্লাব কুলিয়া লাবণ্যবতি ইয়াং স্টার ক্লাবকে ৫-৩ গোলে পরাজিত করে। উক্ত খেলায় নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও অত্র ফুটবল টুর্নামেন্টের তত্ত্বাবধায়ক মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আলহাজ্জ অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি। উদ্বোধন শেষে তিনি উভয় দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের সাথে পরিচিতি হন। উদ্বোধন পূর্বে প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন- মাদক একটি সামাজিক ব্যাধি। যেসব পরিবার বা সমাজে মাদকের থাবা পড়েছে সেসব জায়গায় চরম অশান্তি বিরাজ করছে। মাদকাসক্ত যুব সমাজ ধ্বংস করছে নিজেদের জীবন তথা তাদের উজ্জ্বল ভবিষ্যৎকে। তাই মাদক ছেড়ে খেলাধুলার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া এদেশের সকল কর্মকান্ডে যুব সমাজকে ভূমিকা রাখার আহবান জানান। উদ্বোধনী খেলায় আরো উপস্থিত ছিলেন-কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গোলাম মাঈনউদ্দীন হাসান, কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবীর দত্ত, সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল ইসলাম, সাতক্ষীরা মেডিকেল কলেজের পরিচালক ডা. শেখ শাহাজান আলী, নলতা এ এম আর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফায়েল আহমেদ, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ ইউনুস আলি, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম, নলতা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনারুল ইসলাম, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মুজিবর রহমান, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আনিছুজ্জামান খোকন, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা,সাধারণ সম্পাদক সাদিকুর রহমান, কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিএম সাইফুল ইসলাম, জেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন খোকন, কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ শাহরীয়ার,দেবহাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক হাফিজুর রহমানসহ ফুটবল খেলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, স্বেচ্ছাসেবকবৃন্দ, ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার অন্যান্য সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার ক্রীড়ামোদী দর্শক। খেলা পরিচালনা করেন ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু এবং সহকারী ছিলেন সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু,সাজিদুর রহমান শাহীন ও সৈয়দ মমিনুর রহমান। এছাড়া প্রথম রাউন্ডের অন্যান্য খেলাগুলো হলো-০৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৩ টায় ঈশ্বরীপুর মুসলিম স্পোটিং ক্লাব বনাম কুশুলিয়া ফুটবল একাদশ। আনন্দঘন ও মনোরম পরিবেশে অনুষ্ঠিতব্য সমস্ত ফুটবল ম্যাচ উপভোগ করার জন্য নলতা শরীফ ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটি ক্রীড়ামোদী দর্শকদের বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন।