আন্তর্জাতিক

ব্যালন ডি’অর জয়ী ফুটবলার থেকে লাইবেরিয়ার প্রেসিডেন্ট

By Daily Satkhira

December 29, 2017

পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রাক্তন তারকা ফুটবলার জর্জ উইয়াহ। বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা শেষে এ তথ্য জানা গেছে।

এ ব্যাপারে বিবিসি জানিয়েছে, নির্বাচনে ৬০ শতাংশের বেশি ভোট পেয়েছেন উইয়াহ। বৃহস্পতিবার লাইবেরিয়ার জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, ৯৮ দশমিক ১ শতাংশ ভোট গণনায় ৫১ বছর বয়সী উইয়াহ পেয়েছেন ৬১ দশমিক ৫ শতাংশ ভোট। আর তার প্রতিদ্বন্দ্বী বোয়াকাই পেয়েছেন মাত্র ৩৮ দশমিক ৫ শতাংশ ভোট।

বিজয়ের সংবাদ পাওয়ার পরপর বৃহস্পতিবার রাতেই রাজধানী মনরভিয়ার রাস্তায় আনন্দ-উল্লাসে ফেটে পড়ে উইয়াহ’র সমর্থকরা।

এদিকে বিজয়ের পর এক টুইটার বার্তায় উইয়াহ লিখিছেন, ‘আমাকে এত বড় একটি পদের জন্য বিবেচনা করায় লাইবেরিয়ার মানুষদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক বড় দায়িত্ব এটা।’

উল্লেখ্য, জর্জ উইয়াহ একমাত্র আফ্রিকান খেলোয়াড় যিনি প্রথম ব্যালন ডি’অর জয় করেছেন। খেলেছেন বিখ্যাত ক্লাব এসি মিলানে। খেলেছেন চেলসি, ম্যানচেস্টার সিটিতে স্ট্রাইকার হিসেবে। লাইবেরিয়ার ফুটবল কিংবদন্তী হিসেবে মানুষ তাকে চেনে।