তালা

তালা শিক্ষক সমিতির নির্বাচন্ আগামিকাল

By Daily Satkhira

October 27, 2016

তালা প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতি তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামিকাল ২৮ অক্টোবর শুক্রবার। শেষ মুহুর্তে ব্যস্ততায় প্রার্থীরা। শেষ প্রচারণায় প্রার্থীরা আদা-জল খেয়ে ভোটারদের দারে দারে ভোট প্রার্থনা করেছেন। ফলে প্রার্থীদের দিন কেটেছে মহা ব্যস্ততায়। নানা ধরণের প্রতিশ্রুতির ফুলঝুড়ি ও মনভোলানো কথা দিয়ে তারা নিজেদের পক্ষে ভোট আদায় করতে ভোটারদের দারে দারে ঘুরছে। সাথে সাথে উৎসবের আমেজ বইছে প্রার্থী ও ভোটারদের মধ্যে। নির্বাচনকে ঘিরে প্রার্থীদের অবিরাম গণসংযোগ মাঠে ময়দানে লক্ষ্য করা গেছে। নির্বাচনকে সুষ্ট ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। সর্বমোট ভোটার সংখ্যা ৬৯৫জন এবং পদের সংখ্যা ৩১টি, এর মধ্যে ৩টি পদে নির্বাচন অনুষ্টিত হবে এ নির্বাচনে সভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন এবং হিসাব রক্ষক পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। সভাপতি পদে এজেডিপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ ছাতা,কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র হরিন,দলুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ মোহন হালদার দোয়াত কলম ও এইচএমএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক আলী চেয়ার প্রতীক পেয়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক খলিলনগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুকুন্দ কুমার মোমবাতি, ফলেয়া চাদকাটি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাইফুল্লাহ হাতপাখা ও নগরঘাটা কবি নজরুল বিদ্যাপিঠের সহকারী শিক্ষক নিশিকান্ত ব্যানার্জী আনারস প্রতীক।হিসাব রক্ষক পদে দিদার বখত মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বর্তমান সমিতির হিসাব রক্ষক মতিয়ার রহমান দেয়াল ঘড়ি, মাদরা অগ্রণী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রায়হান হোসেন কাপপ্রিচ ও কেএমএসসি কলেজিয়েটর সহকারী শিক্ষক অজয় কুমার মন্ডল গোলাপ ফুল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রধান নির্বাচন কমিশন সাবেক সভাপতি শিক্ষক মোঃ মোস্তফা কামরুজ্জামান ও সাবেক সাধারন সম্পাদক শিক্ষক মোঃ আবুল কাশেম বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যা করার প্রয়োজন সেটা করবো। কোন প্রকার অনিয়ম বা আচরণবিধি লঙ্ঘন করলে বিধি মোতাবেক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। যেহেতু এটি একটি পেশাজীবি সংগঠন তাই দলমত নির্বিশেষে সকলকে নিয়ে নির্বাচনকে সঠিকভাবে সম্পন্ন করব।এ বিষয়ে তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার বলেন, ভোটারা যেন সৎ যোগ্য ও নিষ্ঠাবান ব্যক্তিকে ভোট দিয়ে শিক্ষক সমিতিকে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবে এটাই প্রত্যাশা।