সাতক্ষীরা

ধুলিহরে প্রতিপক্ষের হামলায় জখম নগেন মন্ডল

By Daily Satkhira

December 30, 2017

নিজস্ব প্রতিবেদক : সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদকের হাতে মারাত্মক জখম হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সংখ্যালঘু নগেন চন্দ্র মন্ডল। আহতের পারিবারিক সূত্রে জানা যায়, ধুলিহর যুগীপোতা গ্রামের মৃত আলী আকবারের পুত্র ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক আঃ হামিদ একই গ্রামের মৃত মুল্লক চাঁদ ম-লের পুত্র নগেন চন্দ্র মন্ডলের জমিতে মৎস্য ঘের করে আসছে। কিন্তু আঃ হামিদের সাথে জমির মালিকের সুসম্পর্ক না থাকায় মালিক তার জমি ছেড়ে দেওয়ার কথা বলে। কিন্তু কে শোনে কার কথা। তাই নগেন তার জমি আমিন ডেকে মেপে বের করে নেওয়ার প্রস্তুতিকালে শুক্রবার সকাল ১০টার দিকে ঐ মৎস্য ঘেরে পোঁছালে পূর্ব পরিকল্পিতভাবে আঃ হামিদ নগেন চন্দ্র মন্ডলের মাথায় ধারালো দাঁ দিয়ে সোজরে কোঁপ মেরে মারাত্মক জখম করে। ঐ সময় জমির মালিকের স্ত্রী বাঁধা দিলে তার নাকে ঘুষি মেরে তাকেও জখম করে ও পরিবারের সদস্যদের জীবন নাশের হুমকী দিয়ে থাকে। এ সময় নগেনের কাছে থাকা তার ব্যবসার ৫০ হাজার টাকা সে ছিনিয়ে নেয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে নগেন চন্দ্র মন্ডলের অবস্থা আশংখা জনক বলে হাসপাতাল সূত্রে জানা যায়। এলাকা সূত্রে জানা যায়, আঃ হামিদ ইতিপূর্বে এলাকার সাধারণ নিরীহ মানুষদের মিথ্যা মামলা দিয়ে হয়রানী ও সংখ্যালঘুদের উপর শারীরিক নির্যাতন চালিয়েছে। এই এ রিপোর্ট লেখা পর্যন্ত সদর থানায় মামলার প্রস্তুতি চলছিলো বলে জানা যায়।