সাহিত্য

কবি সুলতানউলের কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন

By Daily Satkhira

December 30, 2017

মাহফিজুল ইসলাম আককাজ : ‘নাহি ভয় হবে জয় নিশ্চয়’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কবি সুলতানউল ইসলামের হৃদয়ের হৃদ মহলে ও শেষ বিকেল নামক দুটি কাব্য গ্রহন্থের মোড়ক করা হয়েছে। শনিবার সকালে উদীচী শিল্পীগোষ্ঠীর সৌজন্যে সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘সাহিত্য ও সংস্কৃতি চর্চা করলে মানুষের মনের বিকাশ ঘটে। কবি ও সাহিত্যিকরা তাদের লেখনির দ্বারা ঘুনে ধরা সমাজের মুখোশ উন্মোচন করে অন্ধকার সরিয়ে আলোর পথে নিয়ে আসে।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবিদ সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, অধ্যাপক পবিত্র মোহন দাস প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মিনি, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেজুতি, স্বদেশ এনজিও’র নির্বাহী পরিচালক মাধব দত্ত, সাতক্ষীরা আহছানিয়া মিশনের সহ-সভাপতি শেখ তহিদুর রহমান ডাবলু, সাংবাদিক ও সাহিত্যিক আমিনুর রশিদ, কবি শাহাজান সিরাজ, মন্ময় মনির। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সভাপতি শেখ সিদ্দিকুর রহমান।