শ্যামনগর

বুড়িগোয়ালিনীতে হ্যাচারির পাচিল ভাংচুর

By Daily Satkhira

December 31, 2017

শ্যামনগর ব্যুরো: শ্যামনগর উপজেলা বুড়িগোয়ালিনী ইউনিয়নে কলবাড়ী এলাকায় শিরহিন্দ শ্রীম্প হ্যাচারীর মালিক মোঃ আব্দুল বারী মোল্যার নিকট দুর্বৃত্তদের দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় হ্যাচারীর নির্মানাধীন প্রাচিরে ভাংচুর ঘটনায় শ্যামনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, কলবাড়ী গ্রামে মৃত সাইদুর রহমানের পুত্র জি,এম শফিকুল ইসলাম, জি,এম সহিদুল ইসলাম, সফিকুল ইসলামের পুত্র আরাফাতুল ইসলাম, ইয়াসরিফুল ইসলাম সহ কয়েক জন জোর পূর্বক শিরহিন্দ শ্রীম্প হ্যাচারী কোম্পানি লিঃ চেয়ারম্যান আব্দুল বারী মোল্যার কাছে ২৩শে ডিসেম্বর বিকেল আনুমানিক ৫টার দিকে উক্ত এজাহারকৃত আসামীগন ২ লক্ষ টাকা চাঁদার দাবী করে। চাঁদা দিতে অস্বীকার করলে ৩০শে ডিসেম্বর শনিবার ভোরের দিকে আসামীগন অস্ত্রসহ দলবদ্ধ হয়ে অনধীকার ভাবে প্রবেশ করে পূর্বের চাওয়া চাঁদার ২ লাখ টাকা দাবীতে হ্যাচারীর কর্মচারী তুরিকুল ইসলামকে গলায় গামছা পেচিয়ে হত্যার চেষ্টা করে। এ সময় হ্যাচারীর বাসায় রক্ষিত লক্ষাধীক টাকার লোহার রড, ৫০ বস্তা সিমেন্ট, হ্যাচারীতে রক্ষিত ২ হাজার ১নং ইট নিয়ে আসামীগন আত্মসাৎ করে। হ্যাচারী হইতে ফিরে যাওয়ার সময় হ্যাচারীর দক্ষীন পাশের ৮০ হইতে ১০০ ফুট ইটের তৈরি প্রাচির একেবারে ভেঙ্গে ফেলে ক্ষতি স্বাধন করে এবং উক্ত চাঁদার টাকা পরিশোধ না করিলে পূনরায় এহেন পূর্বক ঘটনা ঘটাবে ও হ্যাচারী করতে দিবে না বলে হুমকি দেয়। এ ঘটনায় গতকাল শ্যামনগর থানায় শিরহিন্দ শ্রীম্প হ্যাচারী কোম্পানি লিঃ এর চেয়ারম্যান মোঃ আব্দুল বারী মোল্যা হামলাকারীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।