ফিচার

ঢাবি সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে সাতক্ষীরায় গণতান্ত্রিক ঐক্য পরিষদের মতবিনিময়

By Daily Satkhira

December 31, 2017

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন ২০১৮ উপলক্ষ্যে বাঙালি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয়ে গণতান্ত্রিক ঐক্য পরিষদের প্যানেল এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকাল ৩টায় সাতক্ষীরা জেলা পরিষদের অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দৈনিক কালেরচিত্রের সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ আবু আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয় সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সমিতির সাবেক সভাপতি ও ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুমের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, গণতান্ত্রিক ঐক্য পরিষদ মনোনীত প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক, পাবলিক সার্ভিস কমিশনের সাবেক সদস্য ড. এমরান কবীর চৌধুরী, বাংলাদেশ কৃষি ব্যাংকের জিএম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহরুল হক হল শাখার সাবেক জিএস ড. মো. লিয়াকত হোসেন মোড়ল, স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ও শিক্ষা মন্ত্রণালয়ের অবসর বোর্ডের সদস্য সচিব অধ্যক্ষ শরীফ আহমদ সাদী। এসময় বক্তব্য রাখেন, সাবেক এমপি ডা: মোখলেছুর রহমান, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, ঝিনাইদাহ লালন শাহ কলেজের অধ্যক্ষ আতিয়ার রহমান, সাতক্ষীরা ল’ কলেজের অধ্যক্ষ এড. হায়দার আলী, বাংলাদেশ আওয়মীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক আ. হ. ম তারেক উদ্দিন, সিনিয়র আইনজীবী ও সাংবাদিক এড. অরুণ ব্যানার্জী, সাতক্ষীরা জজকোর্টের অতিরিক্ত পিপি এড. ফাহিমুল হক কিসলু, সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ আবু সাইদ, শিক্ষক ও সাহিত্যিক মন্ময় মনিরসহ বিভিন্ন সামাজিক এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় অতিথিবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী গণতান্ত্রিক ঐক্য পরিষদের পুরো প্যানেলকে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।