কলারোয়া

কলারোয়ায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত

By Daily Satkhira

January 01, 2018

কলারোয়া ডেস্ক: কলারোয়ায় ৪৭তম জাতীয় স্কুল ও মাদরাসার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী শেষে বিকেলে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে বিজয়ী প্রতিষ্ঠান ও খেলোয়ারদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। ২দিনব্যাপী উপজেলা পর্যায়ের খেলায় ৪টি জোন চ্যাম্পিয়ন দলগুলো ও এ্যাথলেটিক্সের শীর্ষস্থান অর্জনকারী খেলোয়াররা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় ভলিবল ইভেন্টে চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয় যথাক্রমে বামনখালী হাইস্কুল ও কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুল। ব্যাডমিন্টন (বালক) একক ইভেন্টে ১ম ও ২য় হয় যথাক্রমে পাইলট হাইস্কুলের মুনজিরিন ও সরসকাটি হাইস্কুলের সাকিব হোসেন। একই খেলায় দ্বৈত ইভেন্টে চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয় যথাক্রমে সরসকাটির সাকিব ও সঙ্গী এবং সোনাবাড়িয়ার রনি ও নয়ন। ব্যাডমিন্টন (বালিকা) এক ইভেন্টে ১ম ও ২য় হয় যথাক্রমে চন্দনপুর হাইস্কুলের সুরাইয়া খাতুন ও কয়লার সাদিকা খাতুন। একই খেলায় দ্বৈত ইভেন্টে চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয় যথাক্রমে কাজীরহাট গালর্সের শারমিন ও সুরাইয়া এবং কয়লার মিম ও সুমাইয়া। ক্রিকেট ইভেন্টে চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয় যথাক্রমে কলারোয়া পাইলট ও দেয়াড়া হাইস্কুল। প্রতিযোগিতায় পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুল গফুর, আব্দুল মান্নান, আমিরুল ইসলাম, সিরাজুল ইসলাম, সেলিম হোসেন, শফিকুল ইসলাম, মাহফুজা খাতুন, আবুল কালাম আজাদ, স্বপন কুমার ও মিয়া মোহাম্মদ ফারুক হোসেন স্বপন। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ, একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাশ, ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নুরুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুর রব, রুহুল আমীন, আমানুল্লাহ আমান, শামছুল হক, বদরুজ্জামান বিপ্লব, ইবাদুল হক, হরিসাধণ ঘোষ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খাঁন চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক ডা. শামসুর রহমান, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ প্রমুখ। খেলাগুলোর ধারাবিবরণী দেন ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন প্রভাষক রফিকুল ইসলাম ও শেখ শাহাজাহান আলী শাহীন।