দেবহাটা প্রতিনিধি: হাদিপুরে বাংলা ইশারাভাষার উপর প্রভাত শিক্ষকদের ৩দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার থেকে শুরু হয়ে রবিবার পর্যন্ত তিনদিনের প্রশিক্ষণটি এ্যাকসেস টু সার্ভিসেস এন্ড ইনক্লুসন অব পারসন উইথ ডিজএ্যাবিলিটি(এএসআইপিডি) প্রকল্পের আয়োজনে হাদিপুর ট্রেনিং সেন্টারে লিলিয়ানা ফন্ডস’র সহযোগীতায় ডিআরআরএ’র বাস্তবায়নে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় কালিগঞ্জ, শ্যামনগর উপজেলার ১৫ জন প্রভাত শিক্ষক-শিক্ষিকাদের বাংলা ইশারাভাষার উপর প্রভাত শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করেন প্রতাপ কুমার পাল। কর্মশালায় উপস্থিত ছিলেন ডিআরআরএ’র আঞ্চলিক পরিচালক জিএম আানজির হোসেন, এডিএম তরুণ সরদার প্রমূখ। এই প্রশিক্ষণের মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের জন্য শিক্ষা প্রদান স্কুলের প্রভাত শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের ইশারার মাধ্যমে বাংলাভাষা শিক্ষা দিতে পারবে। সহজে প্রতিবন্ধীরা ইশারার মাধ্যমে অন্যদের কথা বুঝতে পারবে বলে প্রশিক্ষণে জানানো হয়।