নিজস্ব প্রতিবেদক ঃ পায়ে পরিহিত জুতোর সোলের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৫টি সোনার বারসহ দু’ পাসপোর্ট যাত্রীকে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ। সোমবার দুপুর দু’ টোর দিকে সাতক্ষীরার ভোমরা শুল্ক অফিস থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, নোয়াখালি জেলার সোনাইমুড়ি উপজেলার কেশরপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে আব্দুল বায়েজিদ (পাসপোর্ট নং ইচ০২৫২৩৪১) (১৮) ও একই উপজেলার পডিপাড়া গ্রামের আলী আহম্মেদের ছেলে আল আমিন (৩১) (পাসপোর্ট নং ইছ০৫৭০৩৮১) । ভোমরা শুল্ক অফিসের তথ্য কর্মকর্তা বিকাশ বড়–য়া জানান, সোমবার দুপুর দু’ টোর দিকে বায়েজিদ ও আল আমিন ভারতে যাওয়ার জন্য শুল্ক অফিসে আসেন। এ সময় গোপন খবরের ভিত্তিতে তাদের পরিহিত জুতোর তলার সোলের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৫টি সোনার বার আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটককৃত সোনার মূল্য ৬১ লাখ টাকা। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহমেদ জানান, উপপরিদর্শক হারুণ এর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। আটককৃতদের থানায় আনার প্রস্তুতি চলছে।#
০১.০১.২০১৮