শিক্ষা

কারিমা মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত

By Daily Satkhira

January 01, 2018

নিজস্ব প্রতিবেদক : সারা দেশের ন্যায় সাতক্ষীরার কারিমা মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার সকালে প্রধান অতিথি হিসাবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য মোঃ আবুল খায়ের, অভিভাবক সদস্য সালাউদ্দিন ফিরোজ ও শেখ সৌখিন আলী, সহ-প্রধান শিক্ষক মোঃ আজিজুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি আব্দুল মালেক, সিনিয়র শিক্ষক মো: আব্দুল হক, মো: আ: আজিজ, মোঃ আবু সাঈদসহ বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি মো: রুস্তম আলী। এসময় প্রধান অতিথি বলেন, বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার চিত্র বিশ্বের কোথাও দেখা যায় না। শুধুমাত্র বাংলাদেশেই এটি সম্ভব। যা বঙ্গবন্ধু কন্যা জননেত্রীর কারণে সম্ভব হয়েছে। বছরের প্রথম দিনে নতুন বই নিয়ে শিক্ষার্থীরা নতুন উদ্যামে লেখাপড়া করবে। এছাড়া দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের সুবাত লেগেছে। যা আমরা ইতোমধ্যে উপলদ্ধি করতে পেরেছি। যে আগামী নির্বাচনে ধারা রাখার জন্য নৌকার উপর ভরসা রাখার আহ্বান জানান তিনি।