ফিচার

সাতক্ষীরায় রঙিন পাঠ্য বইয়ে বর্ণিল শৈশব

By Daily Satkhira

January 02, 2018

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সিলভার জুবিলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে প্রাথমিক স্তরের বই উৎসবের উদ্বোধন করা হয়। নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা হাতে নতুন বই পেয়ে আনন্দ মেতে ওঠে। সোমবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসক বেলুন ও ফেস্টুন উড়িয়ে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

প্রাথমিক স্তরে সাতক্ষীরা সিলভার জুবিলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাসেম মো: মহিউদ্দিন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহিদুল আলমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: মহিউদ্দিন, সাতক্ষীরা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বাসুদেব সানা ও সাদক্ষীরা সদর উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর জয়বেদ কুমার বিশ্বাস ও সাতক্ষীরা সিলভার জুবিলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জী। বই বিতরণ অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে জিপিএ-৫ পাওয়া ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও বিদ্যালয়ের প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়া ছাত্র-ছাত্রী মেধা পুরস্কার দেওয়া হয়।

সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, প্রাথমিক বিদ্যালয়ের ২৩ লাখ ৮হাজার ৭৫৩ জন শিক্ষার্থীর বিপরীতে ১০ লাখ ২৩ হাজার ৬২১টি বই বিতরণ করা হয়েছে। সাতক্ষীরা সিলভার জুবিলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী নন্দিনী বর্মণ ও সেমন্তি রহমান জানায়, তারা নতুন বই মেয়ে যারপর নেই খুশী। দ্বিতীয় শ্রেণির ছাত্র আকাশ সরকার ও সাইমন জানায়, নতুন বছরের নতুন বই পেয়ে তারা আনন্দিত।

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় নিজস্ব প্রতিবেদক : ‘নতুন বইয়ের গন্ধ শুঁকে ফুলের মতো ফুটব বর্ণমালার গরব নিয়ে আকাশ জুড়ে উঠব’Ñ এই স্লোগানকে সামনে রেখে কুয়াশামাখা, শিশির স্নিগ্ধ সোনালি সকাল আর শীতের মিষ্টি রোদের হাল্কা আঁচ নিতে নিতে যেন প্রস্ফুটিত হয়ে উঠেছিল শতসহ¯্র মুকুল। সোমবার শীতের সকালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা নতুন বছরের শুরুতে হাতে পেল নতুন বই। নিষ্পাপ মুখের মিষ্টি হাসির সঙ্গে রঙিন বইয়ের ঝাঁপি এনে দিল নতুন বছরের নতুন আনন্দ। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা যেমন আনন্দিত তেমনি তাদের স্বপ্ন আর কল্পনার রাজ্যও যেন নতুন নতুন পরিকল্পনায় সেজে উঠলো। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, পাঠ্যপুস্তক দিবস ২০১৮ বই উৎসব বেলুল ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাতক্ষীরা- ০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘বাংলাদেশে ২০১৮ শিক্ষাবর্ষে মোট ৩৫ কোটি ৪২ লাখ ৮৫ হাজার ৯৪৯ কপি পাঠ্যবই বিতরণ করা হচ্ছে। এর মধ্যে মাধ্যমিক স্তরের বই ২৪ কোটি ৩৬ লাখ ৮৪ হাজার ৪২৮ কপি এবং প্রাথমিক স্তরের বই ১১ কোটি ছয় লাখ এক হাজার ৫২১ কপি। সাতক্ষীরা জেলায় মাধ্যমিক স্তরে ২০লক্ষ ৫৭ হাজার ৯০ সেট বই এবং সদর উপজেলায় ৪লক্ষ ২০ হাজার সেট বই বিতরণ করা হচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ে ১লক্ষ ৪০ হাজার ৬শ’ ৬১ সেট বই এবং ৩৩ হাজার ৩শ সেট বই বিতরণ করা হচ্ছে। আজকে খুব আনন্দের দিন। নতুন বই মানে আলাদা আনন্দ। উন্নত জাতি গঠনে শিক্ষাই একমাত্র পন্থা। বিশ্বে এমন কোন দেশ নেই যেখানে বছরের প্রথম দিনে বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর এই যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন।’ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা খাতুন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার এস.এম ছায়েদুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম, সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. জিয়াউল হক, জেলা সহকারী শিক্ষা অফিসার অলোক কুমার তরফদার, সমরেশ কুমার দাস, মো. আব্দুর রাজ্জাক, সিরাজুল ইসলাম ও ইয়াহিয়া ইকবাল প্রমুখ। বই উৎসবে এ বিদ্যালয়ের ৩য় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে ২ হাজার ৫শ’ সেট নতুন বই তুলে দেওয়া হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক মো. আব্দুস সবুর ও শিক্ষক মো. কাবিজুল ইসলাম।

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নিজস্ব প্রতিবেদক: ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসব-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে পাঠ্যপুস্তক দিবসে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে নতুন বছরে নতুন বই তুলে দিলেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। এসময় বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আব্দুল্লাহ আল-মামুন, জেলা শিক্ষা অফিসার এস.এম ছায়েদুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম, জেলা সহকারী জেলা শিক্ষা অফিসার অলোক কুমার তরফদার, সহকারী প্রধান শিক্ষক সামিমা ইসমত আরা, সিনিয়র শিক্ষক মো. আনিসুর রহমান, মো. আবুল খায়ের, মো. আলাউদ্দিন, দীপা সিন্ধু তরফদার, মো. হাবিবুল্লাহ, বাবলু স্বর্ণকার, মো. ওয়ালিদুর রহমান, মো. আব্বাস আলী সরদার, ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন মুর্শিদা তাসনিম প্রমুখ। বই উৎসবে এ বিদ্যালয়ের ৩য় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে ২ হাজার ৬০ সেট নতুন বই তুলে দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মো. আনিসুর রহমান।

কারিমা মাধ্যমিক বিদ্যালয় নিজস্ব প্রতিবেদক : সারা দেশের ন্যায় সাতক্ষীরার কারিমা মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার সকালে প্রধান অতিথি হিসাবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য মোঃ আবুল খায়ের, অভিভাবক সদস্য সালাউদ্দিন ফিরোজ ও শেখ সৌখিন আলী, সহ-প্রধান শিক্ষক মোঃ আজিজুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি আব্দুল মালেক, সিনিয়র শিক্ষক মো: আব্দুল হক, মো: আ: আজিজ, মোঃ আবু সাঈদসহ বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি মো: রুস্তম আলী। এসময় প্রধান অতিথি বলেন, বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার চিত্র বিশ্বের কোথাও দেখা যায় না। শুধুমাত্র বাংলাদেশেই এটি সম্ভব। যা বঙ্গবন্ধু কন্যা জননেত্রীর কারণে সম্ভব হয়েছে। বছরের প্রথম দিনে নতুন বই নিয়ে শিক্ষার্থীরা নতুন উদ্যমে লেখাপড়া করবে। এছাড়া দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের সুবাশ লেগেছে। যা আমরা ইতোমধ্যে উপলদ্ধি করতে পেরেছি। যে আগামী নির্বাচনে ধারা রাখার জন্য নৌকার উপর ভরসা রাখার আহ্বান জানান তিনি।

সাতক্ষীরা পল্লী মঙ্গল স্কুল অ্যা- কলেজ নিজস্ব প্রতিবেদক : সারাদেশের ন্যায় নতুন বছরের প্রথম দিনে সাতক্ষীরা পল্লী মঙ্গল স্কুল অ্যা- কলেজে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। বই উৎসব উপলক্ষ্যে সোমবার সকাল ১১টায় পল্লী মঙ্গল স্কুল অ্যা- কলেজ হল রুমে বই উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মুজিবর রহমান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, পৌর ৩নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুস সেলিম, ম্যানেজিং কমিটির সদস্য শাহ আলম হাসান শানু, জাহিদ হাসান আলতু, মোঃ রবিউল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, নীলা চৌধুরী, প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, মাহমুদুল হাসান খান চৌধুরী, সুজাতা রাণী রায়সহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারী ও সকল শ্রেণির ছাত্র-ছাত্রী। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, শিক্ষক প্রতিনিধি মোঃ আব্দুল হামিদ আল হাফিজ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি। এসময় প্রধান অতিথি বলেন, বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই অবশ্যই একটি ভালো উদ্যোগ। প্রথম দিনে শিক্ষার্থীরা হাতে নতুন বই পেয়ে তারা অবশ্যই লেখাপড়ায় মনোযোগী হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, জ্ঞান অর্জন করে অবশ্যই তোমরা একদিন অনেক বড় হবে। আর বড় হতে হলে মাদক কে না এবং বাল্য বিবাহ বন্ধে তোমাদেরই উদ্যোগ নিতে হবে। শিক্ষার্থীরা এসব বিষয়ে সচেতন হলে সমাজ এগিয়ে যাবে।

বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুল নিজস্ব প্রতিবেদক: ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে প্রতিবন্ধী নিষ্পাপ মুখের মিষ্টি হাসির সঙ্গে রঙিন বইয়ের ঝাঁপি এনে দিল নতুন বছরের নতুন আনন্দ। নতুন বই হাতে পেয়ে প্রতিবন্ধী শিশুরা যেমন আনন্দিত তেমনি তাদের স্বপ্ন আর কল্পনার রাজ্যও যেন নতুন নতুন পরিকল্পনায় সেজে উঠলো। সোমবার সকালে সুলতানপুরস্থ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে নতুন বছরে নতুন রঙিন বই তুলে দেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি বই উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার এস.এম ছায়েদুর রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক শেখ নুরুল হক, স্কুলের প্রধান শিক্ষক ফারজিনা নাহিদ নিগার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের সহকারী শিক্ষক হাবিবুল্লাহ হাবিব, আসাদুজ্জামান আসাদ, সাইফুর রহমান জুয়েল, ফাহমিদা জামান, রাজমিতা মন্ডল, তহমিনা আক্তার সুমি, কামরুজ্জামান, ইশারাত আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সাতক্ষীরা টাউন গালর্স হাইস্কুল নিজস্ব প্রতিবেদক: “শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ”- এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা টাউন গালর্স হাইস্কুলে রুঙিন বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে সাতক্ষীরা টাউন গালর্স হাইস্কুল পরিচালনা পরিষদের সভাপতি মো. আলমগীর কবির’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে নতুন রঙিন বই তুলে দিলেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। এসময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার এস.এম ছায়েদুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছরিন বানু, সহকারী প্রধান শিক্ষক অসীম কুমার মন্ডল, সাতক্ষীরা টাউন গালর্স হাইস্কুল পরিচালনা পরিষদের সদস্য বিশিষ্ট ছড়াকার নাজমুল হাসান, মুহাম্মদ আব্দুল্লাহ, সহকারী শিক্ষক মো. রোকনুজ্জামান ও আফজাল হোসেনসহ বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য, শিক্ষক/শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। বই উৎসবে এ বিদ্যালয়ের ১ম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে ৬শ’ ৩৩সেট নতুন বই তুলে দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক শেখ আলমগীর হোসেন।

তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় নিজস্ব প্রতিবেদক: ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পাঠ্যপুস্তক দিবসে নতুন বছরে পেল নতুন রঙিন বই। সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. আবিদার রহমানের সভাপতিত্বে পাঠ্যপুস্তক দিবসে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার এস.এম ছায়েদুর রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এপিপি এড. মুস্তাফিজুর রহমান শ্হনওয়াজ, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল, সাতক্ষীরা টাউন গালর্স হাইস্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আলমগীর কবির, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, লাবসা ইউপি সদস্য আলহাজ¦ আব্দুল হান্নান, ইউপি সদস্য মনিরুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষক মোর্ত্তজা আল লিটন, লাবসা ইউনিয়ন মানবাধিকার সংগঠনের সাধারণ সম্পাদক ইনতাজ আলী প্রমুখ। বই উৎসবে এ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে ৪ শ’ ৫০ সেট নতুন বই তুলে দেওয়া হয়। ম্যানেজিং কমিটির সদস্য মহাসেনুল হাবিব মিন্টু।

তুজলপুর জি সি মাধ্যমিক বিদ্যালয় বল্লী প্রতিনিধি: সোমবার সাতক্ষীরা সদর তুজলপুর জি সি মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ১০ঘটিকায় উপস্থিত ছাত্রছাত্রীদের মাঝে বছরের নতুন বই তুলে দেন বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষক আবুল কাশেম। এ উপমিয় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক হাবিবুর রহমান, মোহন লাল ঘোষ, মহিতোষ, আসাবুর রহমান, মফিজুর রহমান, কবিরুল ও শিক্ষকম-লী। এই সময় সমস্ত বিদ্যালয় এক উৎসবের পরিণত হয়। সভাপতি তার বক্তব্যে নতুন বছরে সকল ছাত্রছাত্রীক শুভেচ্ছা জানান এবং প্রথম থেকে মনোযোগ সহকারে পড়াশুনা করার পরামশ দেন।

আঃ করিম বালিকা উচ্চ বিদ্যালয় নিজস্ব প্রতিবেদক: “‘শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা আঃ করিম বালিকা উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা আঃ করিম বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শেখ নুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে নতুন বছরে নতুন বই তুলে দিলেন মীর মোস্তাক আহমেদ রবি এমপি। শিক্ষার্থীরা নতুন বছরের শুরুতে হাতে পেল নতুন বই। নিষ্পাপ মুখের মিষ্টি হাসির সঙ্গে রঙিন বইয়ের ঝাঁপি এনে দিল নতুন বছরের নতুন আনন্দ। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা যেমন আনন্দিত তেমনি তাদের স্বপ্ন আর কল্পনার রাজ্যও যেন নতুন নতুন পরিকল্পনায় সেজে উঠলো। এসময় বক্তব্য রাখেন সাতক্ষীরা আঃ করিম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন খান লিপি, বিদ্যালয় পরিচালনা পরিষদের বিদ্যোৎসাহী সদস্য পৌর কাউন্সিলর জ্যোৎন্সা আরা, সহকারী শিক্ষক আমিনুর রহমান উল্লাস, আলামিন হোসেন প্রমুখ।

সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ নিজস্ব প্রতিবেদক : ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পাঠ্যপুস্তক দিবসে শিক্ষার্থীদের হাতে নতুন বছরে নতুন বই তুলে দেওয়া হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জেলা প্রশাসক পত্মী সেলিনা আফরোজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বই বিতরণ করেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম ও একাডেমিক ইনচার্জ রবিউল ইসলাম। বই উৎসবে এ বিদ্যালয়ের প্রথম শ্রেণি থেকে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে ২ শ’ ৪০ সেট নতুন বই তুলে দেন জেলা প্রশাসক। এসময় সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষক/শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

রসুলপুর সরকারি (বালক) প্রাথমিক বিদ্যালয় নিজস্ব প্রতিবেদক: “ শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে রসুলপুর সরকারি (বালক) প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবে নিষ্পাপ মুখের মিষ্টি হাসির সঙ্গে রঙিন বইয়ের ঝাঁপি এনে দিল নতুন বছরের নতুন আনন্দ। নতুন বই হাতে পেয়ে প্রতিবন্ধী শিশুরা যেমন আনন্দিত তেমনি তাদের স্বপ্ন আর কল্পনার রাজ্যও যেন নতুন নতুন পরিকল্পনায় সেজে উঠলো। সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে রসুলপুর সরকারি (বালক) প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. হাফিজুর রহমান খান বিটুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কোমলমতি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন পৌরসভার ০৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রসুলপুর সরকারি (বালক) প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদিজা মোস্তাফিজ। বই উৎসবে এ বিদ্যালয়ের প্রথম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে ৩ শ’ সেট নতুন বই তুলে দেন অতিথিবৃন্দ।

সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা নিজস্ব প্রতিবেদক: “ শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসায় বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। সোমবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ সিদ্দিকীর সভাপতিত্বে শিক্ষার্থীদের হাতে নতুন বছরে নতুন বই তুলে দেওয়া হয়। এসময় বক্তব্য রাখেন আহছানিয়া মিশনের সহ-সভাপতি শেখ তহিদুর রহমান ডাবলু, প্রভাষক মো. মনিরুল ইসলাম, আনোয়ারুল ইসলাম, নাসির উদ্দিন, সহকারী শিক্ষক মোমীন আলী, আব্দুল করিম, আমিনুর রহমান প্রমুখ। এসময় মাদাসার শিক্ষক/ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত করেন সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল হামিদ আজাদী।

দেবহাটায় অনন্দঘন পরিবেশে বই উৎসব দেবহাটা ব্যুরো: সারাদেশের ন্যায় দেবহাটায় আনন্দঘন পরিবেশে বই উৎসব পালিত হয়েছে। সোমবার সকাল থেকে উপজেলা ৬০টি প্রাথমিক ও ১৫ টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই প্রদান করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠানে উপস্থিত থেকে বই বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গণি, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল-আসাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রণব কুমার মল্লিক, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সোহাগ হোসেন, মঞ্জরুল আলমসহ অন্যান্যরা। এদিকে, বেলা ১১টায় সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎস অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, সখিপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল-আসাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই, ম্যানেজিং কমিটির সদস্য ও ইউপি সদস্য জগন্নাথ মন্ডল। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক আলহাজ্ব মুয়াজ্জিন হোসেনসহ সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। পরে দক্ষিণ সখিপুর প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ মারুফ হোসেনের সভাপতিত্বে উক্ত অতিথিরা বই বিতরণ করেন। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা সমিতির সভাপতি খায়রুল ইসলাম, শিক্ষক বাসুদেব চক্রবতী, শিশির কুমার, মনিরুল ইসলাম, রাবেয়া পারভীন, রেহেনা পারভীন, বিলকিস নাহার, সিদ্দিকাতুন নেজিরা উপস্থিত থেকে ২৫০ জন ছাত্র-ছাত্রীর মাঝে বই বিতরণ করেন। তবে, বছরের প্রথম দিন নতুন বই পাওয়াতে তাদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। বর্তমান সরকারের সাফল্যে টানা ৯ বারের মত বই উৎসব পালিত হওয়ায় প্রতিটি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। শিক্ষা খ্যাতে প্রধানমন্ত্রীর এমন উদ্যোগকে সকলে স্বাধুবাদ জানিয়েছে।

নুরনগরের বিভিন্ন প্রতিষ্ঠানে বই বিতরণ পলাশ দেবনাথ: সোমবার সকাল ৯টায় শ্যামনগর উপজেলার নুরনগরের বিভিন্ন প্রতিষ্ঠানে সারা দেশের সাথে একযোগে ২০১৮শিক্ষাবর্ষের বই বিতরন করা হয়েছে। সরেজমিন ঘুরে দেখা যায়, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবক তাদের কোমলমতি শিশুদের হাত ধরে বিদ্যালয়ে এনে শিক্ষকদের হাত থেকে ২০১৮ সালের নতুন বই গ্রহন করছে। কোমলমতি শিশুরা নতুন বই হাতে পেয়ে খুশিতে উল্লাসিত হতে দেখা যায়। অভিভাবকগনও বছরের প্রথম দিনে নতুন বই শিশুদের হাতে পৌচ্ছে দেওয়ায় বর্তমান সরকারকে ধন্যবাদ জানায়। কোন কোন প্রতিষ্ঠানে সুবিন্যস্ত লাইনে দাড়িয়ে শিশুদেরকে বই নেওয়ার জন্য উদ্গ্রীব হতে দেখা যায়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এলাকার নেতৃবৃন্দকে বই বিতরন অনুষ্ঠানে যোগ দিয়ে শিক্ষার্থীদের সাথে নতুন বই পাওয়ার আনন্দ ভাগাভাগি করতে দেখা যায়। নেতৃবৃন্দ ও অভিভাবকরা বছরের প্রথম দিনে সকল শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পারায় বর্তমান সরকারকে ভূয়সী প্রশংসা করেন। ৪নং নুরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ে এস এন সি সভাপতি আলহাজ্ব বখতিয়ার আহমেদ বই বিতরন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন এবং বই বিতরন শেষ না হওয়া পর্যন্ত দাড়িয়ে থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন নুরনগর ইউনিয়ন আ”লীগের সভাপতি ও অত্র বিদ্যালয়ের এস এন সি সদস্য জি এম হাবিবুর রহমান হবি,এস এন সি সদস্য খলিলুর রহমান সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আহমেদ। এছাড়া ১৭নং নুরনগর সরঃ প্রাথঃ বিদ্যালয়ে বই বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের এস এন সি সদস্য মুনির আহমেদ, এস এন সি সদস্য অরুন দাশ, বিদ্যালয়ে প্রধান শিক্ষক গ ম জাহাঙ্গীর ফারুক, সহঃ শিক্ষক আব্দুর রহিমসহ শিক্ষক শিক্ষিকাবৃন্দ। নুরনগর মহিলা দাখিল মাদ্রাসার বই বিতরণ অনুষ্ঠানে মাদ্রাসার ব্যাবস্থাপনা কমিটির সভাপতি এস এম সোহেল রানা বাবু ও অত্র মাদ্রাসার সুপারিন্টডেন্ট হাফেজ মাওঃ সিরাজুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

চাম্পাফুল বিভিন্ন প্রতিষ্ঠানে বই উৎসব চাম্পাফুল প্রতিনিধি: সোমবার চাম্পাফুল বিভিন্ন প্রতিষ্ঠানে বই উৎসব ২০১৮ পালিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমতিক্রমে প্রতি বছরের ন্যায় এবারও চাম্পাফুল আ.প্র.চ মাধ্যমিক বিদ্যাপীঠে এক মনোরম পরিবেশে বই বিতরণ উৎসব পালিত হয়। অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন ৩নং চাম্পাফুল ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মোজাম্মেল হক মোজাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাম্পাফুল ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য গোলাম কাইয়ুম, প্রধান শিক্ষক আঃ হাকিম, বিদ্যাপীঠের প্রাক্তন শিক্ষক জগন্নাথ পাল, বিদ্যাপীঠের অন্যান্য শিক্ষক/শিক্ষিকা,অভিভাবক ও বিশেষ ব্যক্তিবর্গ। ইউনিয়নের চাঁদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ¦ সিরাজুল হক গাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এবং চাম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক মোজাম শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের মাধ্যমে বই উৎসব পালিত হয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক আমিনুর রহমান, প্রাক্তন ৪নং ওয়ার্ড সদস্য উপেন্দ্রনাথ সরকার, সন্তোষ কুমার সরকার, পারুল পাল প্রমুখ। এদিকে একই দিন চাঁদখালী আমিনিয়া হামিদিয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় আলহাজ¦ সিরাজুল হক গাইনের সভাপতিত্বে বই উৎসব পালিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা চাম্পাফুল ইউনিয়ন কমান্ডার মুনছুর আলী।

কালিগঞ্জে বই উৎসব কালিগঞ্জ ব্যুরো: সারাদেশের ন্যায় উৎসব মুখোর পরিবেশে বছরের শুরুতে কালিগহ্জের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ করা হয়েছে। ১ জানুয়ারি বেলা ১১টায় উপজেলার ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সজল মুখার্জির সভাপতিত্বে বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম, জগলুল হায়দার। এসময় তিনি বলেন, আজ এখানে দাড়িয়ে বক্তব্য দিচ্ছি এক মহান নেতার আত্ম ত্যাগের কারণে সে ব্যক্তি হলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। আর তার কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন ও মানুষের মুক্তির পথ দেখিয়েছেন। তার বলিষ্ঠ নেতৃত্বের কারণে বছরের শুরুতেই সারাদেশে ৩৬ কোটি বই শিক্ষার্থীদের মাঝে তুলে দেওয়া সম্ভব হয়েছে। শুধু শিক্ষা ক্ষেত্রে নয় বর্তমান সরকারের আমলে সকল দপ্তরে উন্নয়নের ছোয়া লেগেছে। “১৮ সালের শেষে দিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই লক্ষে নৌকা প্রতীকে আবারও ভোট দেওয়ার আহবান জানিয়ে বলেন বর্তমান সরকার উন্নয়ন ও উৎপাদনে বিশ্বাসী। আওয়ামীলীগ সরকারের গৃহীত উন্নয়ন অব্যাহত রাখতে হলে জননেত্রীর সরকারকে আবারও ক্ষমতায় বসাতে হবে। তা না হলে বছরের শুরুতেই বই পাওয়া যাবে না, উন্নয়নের ধারাবাহিকতা থেমে যাবে। খুন, গুম, লুটপাট, অগ্মি সংযোগসহ মানুষকে পুড়িয়ে মারা হবে। ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ শামীম উর-রহমানের সঞ্চালনায় বই উৎসব অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখে শ্যামনগর সদর উপজেলা আওয়ামীগের সভাপতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি জিএম. আকবর কবীর। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জিএম, আব্দুল হাকিম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্চু, অনলাইন রিপোর্টার্স ক্লাবরে সাধারণ সম্পাদক আতিকুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য এ্যাডঃ হাবিব ফেরদাউস শিমুল, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, জেলা ছাত্রীলীগের সাবেক সহ-সভাপতি জাহিদ হোসেন, মুজিবরুবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষাক জয়দেব কুমার ঘোষ। এদিকে পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিন্দ্রনাথ বাছাড়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী শিক্ষা কর্মকর্তা মিরাজুল আশেকিন। বিদ্যালয়ের শিক্ষক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য ও কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য সুলতান আহম্মেদ, বাবুরা আলী সানা, রফিকুল ইসলাম, এম খাতুন সরকারি প্রথামিক বিদ্যালয়ে প্রধান শিক্ষাক সুধারানী বিশ্বাস। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। একইদিনে সকাল সাড়ে ১০ টায় উপজেলার আছিয়া লুতফর প্রিপারেটরি স্কুলে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক প্রদান করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রতিষ্ঠাতা মনজুর লুতফর রহমান। শিক্ষক শেখ আবু হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক হাফিজুর রহমান শিমুল, অভিভাবক শেখ নুরুজ্জামান প্রমুখ।

বুধহাটার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বুধহাটা প্রতিনিধি: বুধহাটার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উৎসব মুখর পরিবেশে পালিত হলো পাঠ্যপুস্তক উৎসব। সোমবার পহেলা জানুয়ারি ২০১৮ সালের শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের নতুন বই বিতরণ করা হয়। বুধহাটা কওছারিয়া দাখিল মাদ্রাসা: বুধহাটা কওছারিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ কওছার ঢালীর সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক। এসময় শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেন অতিথিবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষক মন্ডলী। বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল : বুধহাটা বি.বি.এম.কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ দাউদ হোসেন সহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং সকল শিক্ষক, শিক্ষিকা উপস্থিতিতে ১ম থেকে ৯ম শ্রেনীতে উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই বিতরণ করা হয়। কুঁন্দুড়িয়া পিএন মাধ্যমিক বিদ্যালয় : আশাশুনির কুঁন্দুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ, শিক্ষক মন্ডলী, এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গের উপস্থিতিতে সকল শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই বিতরণ করা হয়। আগরদাড়ী রহিমীয়া মাধ্যমিক বিদ্যালয়: আশাশুনির আগরদাড়ী রহিমীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সবুর হোসেনের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ, শিক্ষক মন্ডল, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সকল শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই বিতরণ করা হয়। এছাড়া নৈকাটি দাখিল মাদ্রাসা, চিলেডাঙ্গা বিপিএনকে চিলেডাঙ্গা ওসমানিয়া দাখিল মাদ্রাসা ও বুধহাটা পূর্বপাড়া জামে মসজিদে গণশিক্ষা ভিত্তিক পাঠশালার নতুন বছরের বই বিতরণ করা হয়েছে। এসময় গণশিক্ষা ভিত্তিক পাঠশালার উপজেলা সুপার ভাইজার মোঃ আসাদুল্লাহ, শিক্ষক সাইদুল ইসলাম, মোঃ ইসমাইল ও রজব আলী সরদার উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই বিতরণ করেন।

শ্যামনগরে পাঠ্যপুস্তক বিতরণ শ্যামনগর প্রতিনিধি: নতুন বইয়ের গন্ধ শুঁকে ফুলের মতো ফুটব, বর্ণমালার গর্ব নিয়ে আকাশ জুড়ে উঠব’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে সোমবার সকাল ১১ টায় সারাদেশে ‘জাতীয় পাঠ্যপুস্তক উৎসব’ উদযাপনের অংশ হিসেবে শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি এইচ.সি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা-০৪ আসনের মাননীয় সংসদ সদস্য এস, এম জগলুল হায়দার। তিনি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলার মসনদে থাকার কারণেই বছরের প্রথম দিন নতুন বই বিনামূল্যে শিক্ষার্থীর হাতে বই পৌঁছে যাচ্ছে। উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জি,এম আকবর কবীর, নকিপুর হরিচরন পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডঃ আব্দুল মান্নানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া আটুলিয়াতে আঃ কাদের স্কুল এন্ড কলেজের ছাত্র/ছাত্রীদের মাঝে নতুন বছরের প্রথম দিনে নতুন বই তুলে দেওয়া হয়। সেই সাথে সাথে ২০১৭ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরুষ্কার বিতরণ করা হয়। এসময় আঃ কাদের স্কুল এন্ড কলেজের গভার্নিংবডির সভাপতি এবং ১০ নং আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু সালেহ বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৪ আসনের জাতীয় সংসদ সদস্য- এস,এম. জগলুল হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ সুভাষ চন্দ্র মন্ডল, আটুলিয়া আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাধু রঞ্জন মন্ডল, নওয়াবেঁকী মাধ্যঃ বিদ্যাঃ প্রাক্তন প্রধান শিক্ষক আবুবকর সিদ্দীক, প্রভাষক তাপষ কুমার বৈধ, শিক্ষক দীনেশ চন্দ্র প্রমুখ। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ১০ নং আটুলিয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাবৃন্দসহ সকল শিক্ষক, প্রভাষক, কমিটির সদস্য ও এলাকার বিশিষ্ট ব্যক্তি।

বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্টেশন কর্মকর্তা কে এম কবির উদ্দীন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী নৌ থানার অফিসার ইনচার্জ অনিমেশ হালদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রবীন শিক্ষক মাস্টার মুজিবর রহমান,আমজাদ হোসেন মোল্লা, সাংবাদিক এস এম সাহেব আলী, অভিভাবক সদস্য মোঃশহিদুল মোল্লা প্রমূখ।

তালায় বই উৎসব তালা প্রতিনিধি: উৎসবমূখর পরিবেশের মধ্যদিয়ে তালা উপজেলা সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। নববর্ষের প্রথমদিনে সোমবার উপজেলার অন্যান্য স্কুলের ন্যায় শতদল মাধ্যমকি বিদ্যালয় ও কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরন উৎসব অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উৎসবে সভাপতিত্ব করেন, বিদ্যালয় দু’টির ম্যানেজিং কমিটির সভাপতি ও তালা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নুরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার রফিকুল ইসলাম, তালা উপজেলা শ্রমিকলীগের সভাপতি, সাংবাদিক আব্দুল জব্বার ও তালা রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক বি. এম. জুলফিকার রায়হান। শুভেচ্ছা বক্তব্য রাখেন, শতদল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. সামছুল আলম। শিক্ষক এনামুল কবির’র পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে সমাজ সেবক বজলুর রহমান, ইউপি সদস্য সেকেন্দার আলী, জাকিয়া সুলতানা ইতি, শিক্ষক মো. আলমগীর হোসেন ও অভিভাবক খলিলুর রহমান প্রমুখ বক্তৃতা করেন। উৎসবে শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার মানুষ উপস্থিত ছিলেন। এসময় দুটি বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেযা হয় এবং মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। এদিকে, উপজেলার দক্ষিন খেশরা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুরুপ বই বিতরন অনুষ্ঠান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন দাশ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান, শিক্ষক এস.এম. লিয়াকত হোসেন। এসময় অন্যান্যের মধ্যে সাংবাদিক বি.এম. জুলফিকার রায়হান, শিক্ষক মনোরঞ্জন দাস, শাহানাজ পারভীন, লাবনী, সমাজ সেবক আবু তালেব প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরন করা হয় এবং মেধাবী শিক্ষার্থীদের পুরুস্কৃত করা হয়।

সাতক্ষীরা আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজ নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১লা জানুয়ারী সারাদেশের ন্যায় শহরের মুনজিতপুর সদর উপজেলা পরিষদ সংলগ্ন স্কুলের আবাসিক/অনাবাসিক ক্যাম্পাসে বই উৎসব অনুষ্ঠিত হয়। স্কুলের অধ্যক্ষ মোছাঃ নাছিমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বই উৎসব উদ্বোধন করেন স্কুলের চেয়ারম্যান শেখ মুজিবর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ গোলাম মোস্তফা, সহকারী শিক্ষক মঞ্জুর হোসেন, মীর হাসানুজ্জামান, প্রিতম দাস, মোস্তাক আহম্মদ প্রমুখ।

আশাশুনিতে নতুন বই বিতরণ আশাশুনি ব্যুরো: সারা দেশের ন্যায় এ বছরও আশাশুনির উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১জানুয়ারি বছরের প্রথম দিনেই বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো বই বিতরণ উৎসব। সোমবার এ উপলক্ষে ২০১৮সালের শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের নতুন বই বিতরণ করা হয়। আশাশুনি মডেল মাধ্যমিক বিদ্যালয় : আশাশুনি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আশরাফুন নাহার নার্গিসের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাকী বিল্লাহ, সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান প্রমুখ। এসময় ৯শত শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই বিতরণ করা হয়। কুন্দুড়িয়া পিএন মাধ্যমিক বিদ্যালয়: আশাশুনির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুন্দুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ, শিক্ষক মন্ডলী, এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গের উপস্থিতিতে শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই বিতরণ করা হয়। স্কুলটিতে বিতরনের প্রথম দিনে উপস্থিত ৫৯২ জন শিক্ষার্থীর মাঝে বই বিতরন করা হয়।

আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়: আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ হাসানুজ্জামান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ ইদ্রিস আলী। বই বিতরণ অনুষ্ঠানে ১৭০জন শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই বিতরণ করা হয়।

আগরদাড়ী রহিমীয়া মাধ্যমিক বিদ্যালয়: আশাশুনির আগরদাড়ী রহিমীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সবুর হোসেনের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ, শিক্ষক মন্ডল, এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গের উপস্থিতিতে সকল শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই বিতরণ করা হয়।

গুনাকরকাটি শাহ মোহাম্মদ ইয়াহিয়া মাধ্যমিক বিদ্যালয়: আশাশুনির গুনাকরকাটি শাহ মোহাম্মদ ইয়াহিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছাফিউল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে ২৫০জন শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই বিতরণ করেন।

গাবতলা মাধ্যমিক বিদ্যালয়: আশাশুনির গাবতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল কুমার দাশের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ, শিক্ষক মন্ডল, এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গের উপস্থিতিতে ৩০০জন শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই বিতরণ করা হয়। এছাড়া উপজেলার শ্রীউলা মাধ্যমিক বিদ্যালয়, বড়দল ফকিরবাড়ি মাধ্যমিক বিদ্যালয়, নৈকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাইথালী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বছরের প্রথম দিনেই বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।