মোস্তাফিজুর রহমান, আশাশুনি ব্যুরো : নারী পুরুষ নির্বিশেষে, সমাজ সেবায় গড়বো দেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুতে জাতীয় সমাজ সেবা দিবস পালনের লক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অধিপ্তরের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-০৩ আসনের জাতীয় সংসদ সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রানালয়ের স্থায়ী কমিটির সভাপতি অধ্যপক আলহাজ্ব ডাঃ আ ফ ম রুহুল হক। এসময় তিনি বলেন সরকার সমাজ সেবা অধিদপ্তরের ব্যাপক অর্থ বরাদ্ধ দিচ্ছেন। এ বরাদ্ধকে সঠিক ভাবে ব্যবহার করতে হবে। সমাজ সেবা অধিদপ্তর সহ দেশের সার্বিক উন্নয়নকে অব্যহত রাখতে আমাদেরকে নৌকা প্রতিকের সাথে থাকতে হবে। আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এবিএম মোস্তাকিম। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইমদাল হকের পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন এমপি প্রতিনিধি শুম্ভজীৎ মন্ডল, চেয়ারম্যান শেখ জাকির হোসেন, জেলা মৎস্যজীবি সমিতির সভাপতি মোল্যা রফিকুল ইসলাম, এলজিইডি কর্মকর্তা আক্তার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, মাধ্যমিক একাডেমী সুপারভাইজার মোঃ হাসানুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এম এম সাহেব আলী, এনজিও মৌমাছি প্রতিনিধি সুশান্ত মোল্লীক, সমাজ উন্নয়নে আলোর দিশারী সভাপতি মোঃ জসিমউদ্দীন প্রমুখ। উপজেলাধীন নিবন্ধনকৃত ও সকল স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে উপজেলা সকল এনজিও এবং স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।