রাজনীতি

সাতক্ষীরায় জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

By Daily Satkhira

January 02, 2018

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় জাতীয় পার্টির ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার বেলা ১১টায় শহরের নারকেলতলা মোড় এলাকায় আলোচনা সভার মধ্য দিয়ে পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব শেখ আজহার হোসেনের সভাপতিত্বে ও সদর উপজেলা জাপার সভাপতি আনোয়ার জাহিদ তপনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাপার কেন্দ্রীয় সাংগঠণিক সম্পাদক শেখ মতলুব হোসেন লিয়ন, প্রধান বক্তা ছিলেন জেলা জাপার সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা জাপার সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম, জাপা নেতা আবু তাহের, আবু সাদেক, আনোয়ার হোসেন আনু, আকরাম হোসেন খান বাপ্পী, যুব সংহতির সভাপতি শেখ শাখাওয়াতুল করিম পিটুল, মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টির কেন্দ্রীয় নেতা রাজীবুল্লাহ রাজু, জেলা ছাত্র সমাজের আহবায়ক আবুল কালাম আজাদ সুজন, কাইসারুজ্জামান হিমেল, সদস্য সচিব আকরামুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক রোকনুজ্জামান সুমন প্রমূখ। এ সময় জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশ ও জনগণের কল্যাণে কাজ করেছেন পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদ। জনগণ এখন জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। কিছুদিন আগে রংপুর সিটি নির্বাচনে তার প্রমাণ রেখেছেন রংপুরের জনগণ।

এ সময় আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সংগঠণকে গতিশীল করতে কাজ করার আহব্বান জানানো হয়।