আশাশুনি

সমাজসেবা দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা

By Daily Satkhira

January 03, 2018

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষ্যে সাতক্ষীরার বিভিন্ন স্থানে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের বিভিন্ন প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আমাদের ডেস্ক রিপোর্ট-

জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অফিস নিজস্ব প্রতিবেদক: ‘নারী পুরুষ নির্বিশেষে, সমাজসেবায় গড়ব দেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় সমাজসেবা দিবস-২০১৮ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা অফিসার্স ক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় গিয়ে মিলিত হয়। জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। এসময় আরো বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক দেবাশিস সরদার, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক হারুন অর-রশিদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান, শহর সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবা অফিসার মিজানুর রহমান, এনজিও কর্মী জোসনা দত্ত, অন্ধ পুনর্বাসন কল্যাণ সমিতির সভাপতি আবুল কালাম আজাদ। আলোচনা সভা শেষে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির চেক প্রদান ও বয়স্ক ভাতার বই বিতরণ করা হয়। সব শেষে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. রোকনুজ্জামান।

আশাশুনি উপজেলা প্রশাসন আশাশুনি ব্যুরো : নারী পুরুষ নির্বিশেষে, সমাজ সেবায় গড়বো দেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুতে জাতীয় সমাজ সেবা দিবস পালনের লক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অধিপ্তরের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-০৩ আসনের জাতীয় সংসদ সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রানালয়ের স্থায়ী কমিটির সভাপতি অধ্যপক আলহাজ্ব ডাঃ আ ফ ম রুহুল হক। এসময় তিনি বলেন সরকার সমাজ সেবা অধিদপ্তরের ব্যাপক অর্থ বরাদ্ধ দিচ্ছেন। এ বরাদ্ধকে সঠিক ভাবে ব্যবহার করতে হবে। সমাজ সেবা অধিদপ্তর সহ দেশের সার্বিক উন্নয়নকে অব্যহত রাখতে আমাদেরকে নৌকা প্রতিকের সাথে থাকতে হবে। আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এবিএম মোস্তাকিম। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইমদাল হকের পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন এমপি প্রতিনিধি শুম্ভজীৎ মন্ডল, চেয়ারম্যান শেখ জাকির হোসেন, জেলা মৎস্যজীবি সমিতির সভাপতি মোল্যা রফিকুল ইসলাম, এলজিইডি কর্মকর্তা আক্তার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, মাধ্যমিক একাডেমী সুপারভাইজার মোঃ হাসানুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এম এম সাহেব আলী, এনজিও মৌমাছি প্রতিনিধি সুশান্ত মোল্লীক, সমাজ উন্নয়নে আলোর দিশারী সভাপতি মোঃ জসিমউদ্দীন প্রমুখ। উপজেলাধীন নিবন্ধনকৃত ও সকল স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে উপজেলা সকল এনজিও এবং স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দেবহাটা উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিস দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা মুক্ত মঞ্চ থেকে র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে মুক্ত মঞ্চে আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আব্দুল গনি। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন। এসময় সখিপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন রতন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুস সামাদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রনব কুমার মল্লিক, আইডিয়ালের নির্বাহী পরিচালক কৃষিবিদ ডাঃ নজরুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের প্রধানগন উপস্থিত ছিলেন। শেষে সুদ মুক্ত ঋণ বিতরণ, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির চেক প্রদান, দলিত হরিজন জনগোষ্ঠীর বিশেষ ভাতা ও শিক্ষা উপবৃত্তি এবং প্রতিবন্ধীদেরকে হুইল চেয়ার বিতরণ করা হয়।