ফিচার

ভোমরা সড়কে লেগুনা বন্ধের দাবিতে বিক্ষোভ

By Daily Satkhira

January 03, 2018

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা ভোমরা সড়কে লেগুনা সার্ভিস বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও রাস্তা অবরোধ কর্মসূচি পালন করেছে জেলা অটো রিকসা, অটো টেম্পু মালিক সমবায় সমিতি রেজিঃ নং ১২/সাত, রেজিঃ নং ১৪/সাত। মঙ্গলবার বিকালে সদরের আলিপুর বাদামতলা এলাকায় জেলা অটো রিকসা, অটো টেম্পু মালিক চালক সমিতির সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা আ ’লীগের অর্থ-সম্পাদক কামরুল ইসলাম ও সংগঠনের সাধারণ সম্পাদক মো. জোহর আলী। বিক্ষোভ সমাবেশ শেষে প্রায় বহু মানুষ ঘণ্টাব্যাপী সাতক্ষীরা ভোমরা সড়ক অবরোধ করে রাস্তায় শুয়ে পড়ে। বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন এই রোডে বিআরটিএ’র রোর্ড পারমিট নিয়ে গাড়ি চালিয়ে আসছি। আমরা ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে অটো রিকসা ক্রয় করে জীবন জীবিকা নির্বাহ করে আসছি। গত ২০১৩ সালে ২৮ ফেব্রুয়ারি দেলোয়ার হোসাইন সাঈদীর রায়কে কেন্দ্র করে জামাত শিবির হরতাল অবরোধ করে যানবহন বন্ধ করে দিয়েছিল। আমরা সে সময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে যাত্রী সেবা দিয়েছি। এখন ধনী লোকের এই লেগুনা সার্ভিস চালু হলে আমাদের প্রায় ৩শত পরিবার বেকার ও অসহায় হয়ে পড়বে। তারা বলেন, “এই ভোমরা সড়কে আমরা কোন অবস্থায় লেগুনা সার্ভিস চালু করতে দেব না। প্রয়োজনে আমরা কঠোর আন্দোলনে যাবো।” সমাবেশে বুধবার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর আগে, প্রমী মটরস্ তুফান পরিবহন সাতক্ষীরা হতে ভোমরা লেগুনা সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।