কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের উজ্জীবণী ইনিস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ের গরিব মেধাবী কৃতি শিক্ষার্থীদের নগদ টাকা, অভিধানসহ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উজ্জীবণী ইনিস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জিএম, আব্দুল হাকিম। বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ মোস্তাহিদ রহমান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল প্রমুখ। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের দরিদ্র কৃতি ১২ শিক্ষার্থী প্রত্যেককে এক হাজার টাকা, ১০ শিক্ষার্থীকে অভিধান ও জয়ীতার ১ এতিম শিক্ষার্থীকে স্কুল ব্যাগ, খাতা-কলম, স্কুল ড্রেস, শীতের পোশাকসহ প্রয়োজনীয় জিনিসপত্র প্রদান করা হয়। এসময় ডেপুটি কমান্ডর আব্দুল হাকিম বলেন, আমি সরকারের দেওয়া মুক্তিযোদ্ধার ভাতার প্রাপ্ত অর্থের সামান্য কিছু অংশ প্রতি বছর এই বিদ্যালয়ের শিক্ষার্থীদে মাঝে বিতরণ করে খুবই আনন্দরোধ করি। জীবদ্দশায় যতদিন তিনি বেঁচে থাকবেন এ অনুদান প্রদান অব্যাহত রাখবেন বলে ঘোষনা দেন। পরে তিনি নিজদেবপুর গ্রামে সদ্য প্রতিষ্ঠিত চাইল্ড কেয়ার একাডেমি, বাইতুন নূর জামে মসজিদ, এবতেদায়ী মাদ্রাসা পরিদর্শন করেন ও পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন।