অন লাইন ডেস্ক : দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে একটি ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছে। খাড়া পাহাড়ি সড়ক থেকে একটি বাস প্রায় ১০০ ফুট নিচে সৈকতে পড়ে গেছে। এতে ৪৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, রাজধানী লিমার উত্তরে ঝুঁকিপূর্ণ পাহাড়ি সড়ক পার হওয়ার সময় মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে।
প্রশান্ত মহাসাগরীয় সংকীর্ণ ওই সড়কটিকে পেরুর সবচেয়ে ঝুঁকিপূর্ণ সড়ক বলে মনে করা হয়। স্থানীয়ভাবে সড়কটি ‘কুরভা দেল দিয়াবলো’ নামে পরিচিত। এই নামের বাংলা অর্থ দাঁড়ায় শয়তানের মোড়। দুর্ঘটনার পর পাথুরে সৈকতে নিহতদের মরদেহ ছড়িয়ে থাকতে দেখা গেছে। এক বিবৃতিতে এই প্রাণহানির ঘটনায় সমবেদনা জানিয়েছেন পেরুর প্রেসিডেন্ট পেদ্রো পাবলো।
এদিকে দুর্ঘটনাটি ঢালু পাহাড়ি এলাকায় হওয়ায় উদ্ধার কার্যক্রম সম্পন্ন করতে বেশ বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের। কারণ ওই পাহাড়ি এলাকার নিচেই সমুদ্র রয়েছে। একদিকে সমুদ্রের ঢেউ, অন্যদিকে ঢালু পাহাড়ি এলাকা। ইতোমধ্যে উদ্ধারকারীদের সঙ্গে যোগ দিয়েছে নৌবাহিনীর একটি টহলযান। আছে হেলিকপ্টারও।