নিজস্ব প্রতিবেদক : “সবার উপরে মানুষ সত্য, তাহার উপর নাই” মণিষীর এই বিখ্যাত উক্ত প্রমাণ করে মানুষের পাশে মানুষ। জীবনের পাশে জীবন। আমরা একে অপরের উপর সহযোগিতা ছাড়া চলতে পারি না। মানুষের রক্তের কোন ধর্ম নেই, জাত নেই, নেই রং।” বলছিলেন সাতক্ষীরা গোয়েন্দা ডিবি পুলিশ(ডিবি)’র অফিসার ইনচার্জ ইন্সপেক্টর আলী আহমেদ হাশমি। মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন দেবহাটা উপজেলার সখিপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতন। তড়িঘড়ি করে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসা হলো। কিন্তু তাকে বাঁচাতে হলে প্রয়োজন প্রচুর রক্তের। রক্তের জন্য পুরো হাসপাতালে হাহাকার পড়ে গেল। কোথাও পাওয়া যাচ্ছিল না ‘ও’ পজেটিভ রক্ত। এখবর পুলিশ প্রশাসনে পৌছানোর পর বসে থাকতে পারেননি ইন্সপেক্টর আলী আহমেদ হাশমী। সাথে সাথে পুলিশ সুপারের অনুমতি নিয়ে রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে রক্ত দিলেন তিনি। এসময় সদর থানার অফিসার ইনচার্জ মারুফ আহদেসহ ডিবি পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একজন পুলিশ অফিসারের এমন মানবতাবাদী দৃষ্টান্তের প্রশংসা করেছেন সবাই।