কালিগঞ্জ

কালিগঞ্জ এসিল্যান্ড অফিসের বিকল টেলিফোন নম্বর ব্যবহার করে হুমকি, থানায় ডায়েরি

By Daily Satkhira

January 03, 2018

কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জ উপজেলা এসিল্যান্ড অফিসের টেলিফোন নম্বর ব্যবহার করে একটি চক্র অভিনব কায়দায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের কাছে হুমকি ও চাঁদা দাবি করায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর আহম্মেদ মাছুম জানান, কালিগঞ্জ ভূমি অফিসের ল্যান্ড টেলিফেন নম্বর (০৪৭২৫৫৬০২৫) ব্যবহার করে বুধবার সকাল ১১টা থেকে ১২টার মধ্যে শ্যামনগর উপজেলার ভ্রুরুলিয়া ইউনিয়ন (ভূমি) সহকারী কর্মকর্তা আব্দুল গনি মোবাইল নং (০১৭৪০৬১৭২৯৬), আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোবাইল নং (০১৭১১৯৪২৬৯০) ও কালিগঞ্জ উপজেলা সদরের তারালী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ইউনূচ চিশতি মোবাইল (০১৭১৫২১১৬০০), বসন্তপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা জিএম ফয়েজ আহম্মেদের কাছে হুমকি ও ৫ হাজার টাকা চাঁদার দাবি করে (০১৯০২৭৮৬৭৩৪) নম্বর মোবাইলে বিকাশে টাকা পাঠাতে বলা হয়। বিষয়টি নিয়ে সন্দেহ হওয়ায় সংশ্লিষ্ঠ ইউনিয়ন ভূমি কর্মকর্তাগণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অবহিত করেন। তাৎক্ষণিক উপজেলা (ভূমি) কর্মকর্তা ঐ চক্রের পাঠানো বিকাশ নম্বরে কল দিয়ে পরিচয় জানতে চাইলে সে জানায়, উপজেলার রতনপুর গ্রামের আনছার মোল্লার ছেলে তার নাম শুভ এই মোবাইল নম্বরটা তার নিজের। এদিকে উপজেলা ভূমি অফিসের টেলিফোনটি দীর্ঘদিন ধরে বিকল হয়ে রয়েছে। তবে অভিনব পন্থায় ভূমি অফিসের নম্বর ব্যবহার করে চাঁদা দাবি করায় ইউনিয়ন ভূমি কর্মকর্তারা পড়েছে বেকায়দায়। সহকারী কমিশনার (ভূমি) বিষয়টি সাংবাদিকসহ থানা পুলিশকে অবগত করেছেন। এবং সাথে সাথে উপজেলা টেলিফোন অফিসের লাইন ম্যান জাহিদ হাসানকে ডেকে টেলিফোনটি মেরামোত ও পরীক্ষা নিরীক্ষা করেন। এদিকে তারালী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ইউনূস চিশতি জানান, উপজেলা ভূমি অফিস সংলগ্ম তার অফিস সকালে এসিল্যান্ড সারের অফিসিয়াল টেলিফোন নম্বর ব্যবহার করে আমার মোবাইলে টাকার কথা জানালে আমি পরিচয় জানতে চাইলে ফোন কেটে দেয়। পরে সেই নম্বরে বার বার যোগাযোগ করার চেষ্টা করেলেও বন্ধ ছিল। কালিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর্জ সালহ্ উদ্দিন ও অফিসার ইনচার্জ সুবীর দত্তের কাছে জানতে চাইলে তারা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কালিগঞ্জ থানায় ০৩/০১/১৮ তারিখে ১০৭ নং সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।