ফিচার

ভোমরা বন্দরে অতিরিক্ত ফি আদায়, আমদানি-রপ্তানি বন্ধের উপক্রম

By Daily Satkhira

January 05, 2018

নিজস্ব প্রতিবেদক: ভোমরা বন্দর কর্তৃপক্ষের অতিরিক্ত নাইট চার্জ আদায়ের প্রতিবাদে বৃহস্পতিবার সাড়ে ৫ টা পর্যন্ত আমদানি রপ্তানি কার্যক্রম অঘোষিতভাবে বন্ধ রাখে সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন। পরে অবশ্য ৬ দফা দাবি দিয়ে আমদানি রপ্তানি পুনরায় চালু করা হয়। বন্দরের ব্যবসায়ীরা জানান, বন্দর কর্তৃপক্ষ আকস্মিকভাবে সন্ধ্যা ৬টার পর কোন গাড়ী ঢুকলে তা খালাশ করার জন্য অতিরিক্ত টাকা দাবি করেন। এতদিন তারা ওই টাকা ছাড়াই ব্যবসায় পরিচালনা করে আসলেও আকষ্মিকভাবে এ চার্জ ধাবি করায় ব্যবসায়ীরা অঘোষিতভাবে আমদানি রপ্তানি বন্ধ রাখে। তবে ব্যবসায়ী আরো জানান, বন্দর থেকে যে সব সুবিধা তাদের পাওয়ার কথা তা থেকে তারা বঞ্চিত। এবিষয়ে ভোমরা বন্দরের উপ-পরিচালক(ডিডি) আব্দুল জলিল বলেন, আমরা অতিরিক্ত কোন ফি দাবি করিনি। যে দাবি করেছি সেটি সরকারি গেজেটে উল্লেখ রয়েছে। এছাড়া তারা বন্ধরের সকল সুবিধা থেকে বঞ্চিত সেটিও সঠিক নয়। বন্দর কর্তৃপক্ষের দিক থেকে সকল সুবিধা তাদের দেওয়া হচ্ছে। তবে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে শর্ত স্বাপেক্ষে আমদানি রপ্তানি কার্যক্রম পুনরায় চালু করা হয়। বন্দর সূত্রে জানাগেছে সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ীদের ৬ দফা দাবি মেনে নিলে তারা নাইট চার্জ দিতে প্রস্তুত। তবে যত দিন এ মানা না হচ্ছে ততদিন পূর্বে ন্যায় নাইট চার্জ ছাড়াই আমদানী রপ্তানি কার্যক্রম চলবে।