শ্যামনগর ব্যুরো : শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের অধিকাংশ সরকারি জায়গা ভূমি দস্যুদের দখলে চলে যাচ্ছে। যার জন্য সরকার হারাচ্ছে তার রাজস্ব,ভরাট হচ্ছে খাল বাড়ছে জলাবদ্ধতা। সুতরাং এ সমস্ত জায়গাগুলি ভূমিদস্যুদের কবল থেকে রক্ষা করা সরকারি ভাবে জরুরি বলে মনে করছেন স্থানীরা। সরজমিনে গিয়ে দেখা যায়,মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামের ফটিক গাজীর ছেলে নুর ইসলাম গাজী স্থানীয় ভাবে প্রভাবশালী হওয়ায় আইন অমান্য করে কচু খালি খালের মধ্যে সরকারি জায়গা দখল করে পাকা ঘর নির্মান করছে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন নূর ইসলাম গাজীর স্ত্রী স্থানীয় মহিলা ইউ পি সদস্য হওয়ায় তার প্রভাব দেখিয়ে অবৈধ পাকা ঘর নির্মাণ করছে। বিষয়টি নিয়ে নুর ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন,আমার জমির মাথায় রেকডিও জায়গায় ঘর নির্মাণ করছি এবং এ জায়গার খাজনা আমি দেয়। এ নিয়ে ইউনিয়ন ভূমি কর্মকর্তা প্রদীপ কুমারের কাছে জানতে চাইলে তিনি বলেন, সরকারি জায়গায় ঘর নির্মাণ হচ্ছে শোনার সাথে সাথে কাজ বন্ধ করে দিয়েছি। কারণ ঘরটি সরকারি খালের মধ্যেই নির্মাণ হচ্ছে। খাজনার বিষয়টি সম্পর্কে প্রদীপ কুমার বলেন ত্রিশ বছরের মধ্যে নূর ইসলাম কোনো খাজনার টাকা সরকারি কোষাগারে জমা দেয়নি।