আশাশুনি

আবারও শোভনালীতে চলছে জুয়া ও অশ্লীল নৃত্য; জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা

By Daily Satkhira

January 05, 2018

এম বেলাল হোসাইন: দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকায় আশাশুনির শোভনালীতে চলমান জুয়া ও নগ্ন নৃত্য নিয়ে সংবাদ প্রকাশের পর এক দিন বন্ধ রেখে আবারও শুরু করেছে নগ্ন নৃত্য ও রমরমা জুয়া। এখন উপজেলার অনেকেরই বক্তব্য কেবলমাত্র সংবাদ প্রকাশের পরই উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি পড়লে এ অবৈধ কারবার সাময়িক ভাবে বন্ধ রাখা হয়। পরবর্তীতে আবারও চক্রটি তাদের অবৈধ কারবারের পশরা খুলে বসে সেই একই স্থানে অথবা অন্যত্র। উপজেলার সচেতন মহলের প্রশ্ন, দেশ কোন দিকে যাচ্ছে! তাদের অভিমত সমাজের এ নৈতিক অবক্ষয় রোধে সরকারি কর্মকর্তা, রাজনীতিবিধ, জনপ্রতিনিধি ও সুশীল সমাজ কি ভুমিকা রাখছে? গ্রাম বাংলার মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম সুস্থ্য ধারার সংস্কৃতি যাত্রার সাথে জুয়া ও নগ্ন নৃত্য যুক্ত হওয়ায় সামাজিক মূল্যবোধের অবক্ষয় তরান্বিত হচ্ছে। সম্প্রতি আশাশুনির বিভিন্ন এলাকায় উৎসবের নামে যাত্রার আড়ালে জমজমাট জুয়ার আসর ও অশ্লীল নৃত্য এখন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এরই ধারাবাহিকতায় গত কয়েকদিন হতে আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের কামালকাটিতে যাত্রার নামে চলে আসছে চরম অশ্লীল নগ্ন নৃত্য ও প্রকাশ্য রমরমা জুয়ার আসর। কোন অনুমতি ছাড়াই শুধুু মাত্র উৎকোচের বিনিময় চলে আসেছে এ নগ্ন নৃত্য ও জুয়ার রমরমা অবৈধ ব্যবসা। এসকল আসরে সবকিছু হারিয়ে নিঃশ্ব হচ্ছে সাধারণ মানুষ। আর লাভবান হচ্ছে বোর্ড মালিক ও আয়োজকরা। উপজেলার সচেতন মহলের বক্তব্য শুধু কামালকাটিতে এ অবৈধ কারবার বন্ধ করে নয়, উপজেলার কোথাও যেন এ চক্রটি আর এমন অবৈধ্য ব্যবসা খুলে যুব সমাজকে ধ্বংস করতে না পারে সেদিকে সুদৃষ্টি কামনা করেছেন জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে।