ফিচার

ঢাবি সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন; সাতক্ষীরা কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন

By Daily Satkhira

January 06, 2018

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে সাতক্ষীরা কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের ৩০৭নং কক্ষে অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধানত ২টি প্যানেল এর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হচ্ছে। একটি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সরকার সমর্থিত গণতান্ত্রিক ঐক্য পরিষদ এবং অপরটি বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী পরিষদ। এই দুটি প্যানেল এর ২৫ জন করে ৫০ জন প্রার্থীর বাইরে আরও ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে প্রত্যেক ভোটার ২৫ জন প্রার্থীকে ভোট দিতে পারবেন। একযোগে দেশের বেশ কয়েকটি জেলায় শনিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৩ জানুয়ারি এবং ২০ জানুয়ারি দেশের অবশিষ্ট জেলাগুলোতে ভোট গ্রহণ সম্পন্ন হবে। নির্বাচনে সাতক্ষীরা কেন্দ্রে ১২৬জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রবিউল ইসলাম। এদিকে, এ ভোটকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাতক্ষীরাস্থ প্রাক্তন শিক্ষার্থীদের একে অপরের সাথে দেখা হওয়ায় এটি পরিণত হয় এক মিলন মেলায়। অনেকেই নিজের ক্যাম্পাস জীবনের স্বর্ণালি দিনের স্মৃতি রোমন্থন করে ফিরে যান নিজেদের ছাত্রজীবনে।