রাজনীতি

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালনে প্রস্তুতি সভা

By Daily Satkhira

January 07, 2018

নিজস্ব প্রতিবেদক : আগামী ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস-২০১৮ যথাযোগ্য মর্যাদায় সফলভাবে উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের শহিদ নাজমুল সরণিস্থ সদর এমপির কার্যালয়ে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আগামী ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস-২০১৮ যথাযোগ্য মর্যাদায় সফলভাবে উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতি সভায় ঐদিনের সকল কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য দলের সর্বস্তরের নেতা-কর্মীসহ সংগঠনের সকল সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছেন এমপি রবি। এসময় বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক শেখ নুরুল হক, সদস্য ডা. মুনছুর আহমেদ, শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম রেজাউল ইসলাম, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্যোৎন্সা আরা, জেলা শ্রমিক লীগের অর্থ-সম্পাদক মাসুম বিল্লাহ, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক নান্টু, মীর মহি আলম, জেলা তাঁতীলীগের সভাপতি মীর আজহার আলী শাহীন, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদিকা রুখসানা পারভীন, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আক্তার হোসেন, আগরদাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান হবি, বাঁশদহ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাষ্টার মফিজুর রহমান, পৌর ০৯নং ওয়ার্ডের সভাপতি সমীর কুমার বসুসহ আওয়ামীলীগও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর-রশিদ।