কালিগঞ্জ

কালিগঞ্জে এসিআই এগ্রোলিংক কর্মকর্তাদের মতবিনিময়

By Daily Satkhira

January 07, 2018

কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের আমিয়ান গ্রামে নির্মাধীন এসিআই এগ্রোলিংক হিমায়িত মৎস্য প্রক্রিয়াজাতকরণ কোম্পানির কর্মকর্তা, মৎস্য ব্যবসায়ী ও ঘের মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নির্মাধীন কারখানা চত্ত্বরে এসিআই এগ্রোলিংক হেড অপ অপারেশন এন্ড মার্কেটিং কর্মকর্তা আহ্ছান হাবিব বাপ্পির সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এসি আই কোম্পানির সিইও ও ম্যানেজিং ডাইরেক্টর ড. এফ এইচ আনছার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এসি আই এগ্রোলিংক লিমিটেডের কর্মকর্তা এম সাইফুল্লাহ, উইনরক ইন্টার ন্যাশনাল সেফটি প্রকল্প খুলনার রিজিওনাল কো-অডিনেটর সত্য নারায়ন রায়, সেফটি প্রকল্পের জেলা ব্যবস্থাপক শংকর বিশ্বাস। সেফটি প্রকল্পের এএফএফ মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, শ্যামনগর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহিদ সুমন, তারালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সেলিম, সংরক্ষিত সদস্য জেবুন্নাহার জেবু, মৎস্য চাষি কিংকর স্বর্ণকার প্রমুখ। এসময় এসিআই কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর বলেন, বাংলাদেশের চিংড়ী শিল্পকে বাঁচাতে অজপাড়াগায়ে এসিআই এগ্রোলিংক হিমায়িত মৎস্য প্রক্রিয়াজাতকরণ কারখানা তৈরী করা হচ্ছে। এই কারখানা তৈরীর ফলে এলাকার মৎস্য চাষিরা ভায়া মিডিয়া ছাড়াই নার্য্যমূল্যে সরাসরি কারখানায় মাছ বিক্রি করতে পারবেন। এর পাশাপাশি এলাকার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্ঠি হবে। এছাড়া এই ফ্যাক্টারি তৈরির ফলে চিংড়ী চাষিরা চিংড়ী মাছের রেনু পোনা, রেনু পোনার খাবার উৎপাদনসহ চাষিদের ভাগ্যের উন্নয়ন ঘটবে। আমরা কোটি কোটি টাকা খরচ করছি শুধু এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য। সাধারণ মানুষ উপকৃত হলে এবং আমাদের সহযোগিতা করলে এই দক্ষিণ জনপদে আমরা আরো ১০ টি বড় ধরণের কারখানা তৈরি করবো। অনুষ্ঠানে শতাধিক মৎস্য চাষি, ব্যবসায়ি, জনপ্রতিনিধি, সাংবাদিক ও এসিআই এগ্রোলিংকের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মকর্তারা আরো বলেন হিমায়িত কারখানাটি ২০১৭ সালের জুন মাস থেকে নির্মাণ কার্যক্রম শুরু করেছে। এবং ২০১৮ সালের জুন মাসের মধ্যে অবকাঠামো নির্মাণ শেষে হলে কার্যক্রম শুরু করবে।