শিক্ষা

শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটির প্রস্তুতি সভা

By Daily Satkhira

January 07, 2018

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয় করণসহ ১১ দফা দাবি আদায়ের আন্দোলন সফল করতে সাতক্ষীরা জেলা শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটির প্রস্তুতি সভা শনিবার বেলা ১১টায় বাকশিস জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বাকশিসের কেন্দ্রিয় যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুর রহমানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় শিক্ষা ব্যবস্থা জাতীয় করণ সহ ১১দফা দাবি বাস্তবায়নের গুরুত্ব আরোপ করে বক্তব্য প্রদান করেন অধ্যক্ষ আজিজুল ইসলাম, অধ্যক্ষ লুৎফুন আরা জামান, অধ্যক্ষ জাফরুল আলম বাবু, অধ্যক্ষ শহিদুল ইসলাম, অধ্যক্ষ বিধুশ্রবা মন্ডল তপন, অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, অধ্যক্ষ খান আশরাফ আলী, অধ্যক্ষ মুজিবুর রহমান, অধ্যক্ষ ড. শিহাব হোসেন, উপাধ্যক্ষ মঈনুল হাসান, অধ্যাপক পবিত্র মোহন দাস, লুৎফর রহমান, মিজানুর রহমান, মোস্তাফিজুর রহমান, ইদ্রিস আলী, আরশাদ আলী, রফিকুল ইসলাম, নুর মোহাম্মদ পাড়, নাজমুল হক, হাবিবুর রহমান, তপন কুমার শীল, ৩য় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের পক্ষে আব্দুল ওহাব আজাদ ও কায়কোবাদ প্রমুখ। এছাড়া সভায় দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসাবে আগামী ৯ জানুয়ারী সকাল ১১টায় সকল উপজেলা সদরে শিক্ষক কর্মচারীদের মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান। ১৪ জানুয়ারী সকাল ১১টায় মানবন্ধন, বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান এবং ২২ জানুয়ারি থেকে স্কুল, কলেজ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অবিরাম ধর্মঘট পালনের সিদ্ধান্ত গৃহিত হয়।