ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে প্রথম দুই ম্যাচের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। রবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ঘোষিত এই দলে দীর্ঘদিন পর ফিরলেন এনামুল হক বিজয়। বাদ পড়লেন সৌম্য সরকার ও তাসকিন আহমেদ। ২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ইনজুরিতে ছিটকে যান এনামুল। এরপর আর জাতীয় দলে ফেরা হয়নি তার। তাই ত্রিদেশীয় সিরিজে এনামুলের সামনে ওয়ানডেতে ফেরার হাতছানি। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। আরেক নির্বাচক হাবিবুল বাশার সুমনও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। কয়েক বছর ধরেই নিজের ফেরার লড়াইটা বেশ শক্ত হাতে করছেন এনামুল। ইনজুরি থেকে ফিরে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান করে চলেছেন। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগেও ১৬ ম্যাচে ৫৯৬ রান করে সেরা ছয়ে ছিলেন। এছাড়া বিপিএলের পঞ্চম আসরে খুব একটা সুযোগ পাননি বিদেশিদের কারণে। বেশ কয়েকটি ম্যাচেই নিচের দিকে ব্যাটিং করতে হয়েছিল। তারপরও চিটাগং ভাইকিংসের দেশি খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি রান ছিল তার। ৯ ম্যাচে ২৯.৪২ গড়ে দুই হাফসেঞ্চুরিতে করেন ২০৬। বিপিএল শেষে আবারও আলোচনায় ছিলেন এনামুল। ঢাকা বিভাগের বিপক্ষে ক্রিকেট লিগে এক মৌসুমে পঞ্চম ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরির কৃতিত্ব গড়েছেন এই ওপেনার। ৬ ম্যাচে দুই সেঞ্চুরি ও এক হাফসেঞ্চুরিতে এনামুলের রান ছিল ৬১৯। আগের মৌসুমেও দুই সেঞ্চুরিতে করেছিলেন ৪৬৬ রান। এনামুলের মতো বিপিএলে ভালো খেলার ফল হিসেবে স্কোয়াডে রয়েছেন মোহাম্মদ মিঠুন। দক্ষিণ আফ্রিকা সিরিজে থাকলেও ম্যাচ খেলার সুযোগ পাননি। কিন্তু বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে ১১৭.৫০ স্ট্রাইক রেটে ৩২৯ রান করে নির্বাচকদের নজরে ছিলেন মিঠুন। এদিকে এবারই প্রথম পারফরম্যান্স খরার কারণে বাদ পড়লেন তাসকিন। ২০১৪ সালে ভারতের বিপক্ষে অভিষেক হয় তাসকিনের। এরপর শুধু চোটের কারণে তিনটি ম্যাচে খেলতে পারেননি। অন্য দিকে সৌম্যও এবারই প্রথম বাদ পড়েছেন। চন্ডিকা হাথুরুসিংহের প্রিয় শিষ্য হিসেবে পরিচিত এই ব্যাটসম্যান ২০১৪ সালের ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলেন। কোচের বিদায়ের পর এই প্রথম স্কোয়াডের বাইরে যাচ্ছেন তিনি! প্রায় আট বছর ত্রিদেশীয় সিরিজ আয়োজন করছে বাংলাদেশ। সবশেষটি হয়েছিল ২০১০ সালে। এক সঙ্গে মিরপুরের মাঠে খেলবে তিন দেশ- বাংলাদেশ, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা। ১৫ জানুয়ারি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, নাসির হোসেন, সাব্বির রহমান, ইমরুল কায়েস, আবুল হাসান রাজু ও সানজামুল ইসলাম।