খেলা

বলাডাঙ্গায় ডেইলি সাতক্ষীরা ১৬ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন

By Daily Satkhira

January 07, 2018

জি.এম আবুল হোসাইন : সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের বলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দু’দিন ব্যাপি ডেইলি সাতক্ষীরা ১৬দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০১৮ এর উদ্বোধন করা হয়েছে। দৈনিক আজকের সাতক্ষীরা ও ডেইলি সাতক্ষীরা’র ঝাউডাঙ্গা ব্যুরো অফিসের আয়োজনে দু’দিন ব্যাপি ১৬ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম শওকত হোসেন। বীর মুক্তিযোদ্ধা মো. খলিলুর রহমান সানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি ও জেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ। এ সময় প্রধান অতিথি বলেন, জাতিকে উন্নত ও সমৃদ্ধ করতে হলে খেলাধুলা ও সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে। ছেলেদের পাশাপাশি মেয়েদেরও খেলাধুলায় উদ্বুদ্ধ করতে হবে। মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তিনি প্রত্যন্ত অঞ্চলে এধরনের টুর্নামেন্ট আয়োজন করায় ডেইলি সাতক্ষীরা’র ঝাউডাঙ্গা ব্যুরো অফিসের সকল সাংবাদিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। টুর্নামেন্টের উদ্বোধক সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম শওকত হোসেন বলেন, ফুটবলে সাবিনা, ক্রিকেটে মুস্তাফিজ-সৌম্য সরকার সারা বিশ্বে সাতক্ষীরার মুখ উজ্জ্বল করেছে। মাদক একটি সামাজিক ব্যাধি। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে মুক্ত করতে এধরণের আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। তাই তিনি মাদক থেকে বিরত থেকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশের সকল উন্নয়ন কর্মকান্ডে যুব সমাজকে ভূমিকা রাখার আহবান জানান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন মুকুল, তুজলপুর জি.সি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো. আমিনুল ইসলাম, ৭নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক ও মাধবকাটি বাজার কমিটির সভাপতি মো. আবুল খায়ের বিশ্বাস, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির লিটু, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. শরিফুজ্জামান ময়না, সাংবাদিক প্রভাষক শওকত আলী, রাশেদ রেজা তরুন, মো. নাজমুল আরেফিন, মাষ্টার মফিজুর রহমান প্রমুখ। খেলাটি পরিচালনা করেন মো. লুতফর রহমান। সার্বিক সহযোগিতায় ছিলেন বলাডাঙ্গা তরুন সংঘের মো. ফয়জুর রহমান, এস.এম আবু রায়হান, রেদওয়ানুর রহমান জর্জ, আরফি হোসেন প্রমুখ। টুর্নামেন্টের প্রথম দিনে ১৬ টি দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। ১ম রাউন্ডের বিজয়ী ৮ টি দলের মধ্যে ২য় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। আগামিকাল সোমবার ৮ জানুয়ারি সন্ধ্যা ৭টায় সেমি ফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সদর উপজেলা জেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, দৈনিক প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা জর্জ কোর্টের বিজ্ঞ পিপিওে ডেইলি সাতক্ষীরার সহযোগী সম্পাদক এ্যাড. ওসমান গনি, অতিরিক্ত পিপি ও ডেইলি সাতক্ষীরার সহযোগী সম্পাদক এ্যাড. ফাহিমুল হক কিসলু প্রমুখ। পুরস্কার বিতরণীতে সভাপতিত্ব করবেন, ডেইলি সাতক্ষীরা’র সম্পাদক ও প্রকাশক হাফিজুর রহমান মাসুম।