রাজনীতি

সরকারের ৪বছর পূর্তিতে পৌর যুবলীগের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

By Daily Satkhira

January 07, 2018

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাতক্ষীরা পৌর শাখার আয়োজনে বর্তমান সরকারের ৪বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠান হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৪টায় সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংগ্রাম টাওয়ার চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। পৌর যুুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তুহিনুর রহমান তুহিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুনসুর আহমেদ। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাঈদ উদ্দীন। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক শেখ আব্দুর রশিদ। বিশেষ বক্তা ছিলেন, সদর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম, ৮নং ওয়ার্ডে সভাপতি ইউসুফ সুলতান মিলন, সাধারণ সম্পাদক সোহেল রানা, ৩নং ওয়ার্ডের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিরন, ৭নং ওয়ার্ডের সভাপতি ইলিয়াছ কবির, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, ৫নং ওয়ার্ডের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক আবু সাইদ, ৬নং ওয়ার্ডের সভাপতি হাসিব সরকার, সাধারণ সম্পাদক লাভলু, ২নং ওয়ার্ডের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ রাজু, ৪নং ওয়ার্ডের সভাপতি সুজন, সাধারণ সম্পাদক মোঃ খোকন প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। সরকার এর ধারাবাহিকতা অব্যহত রাখতে আমাদের সকল কে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আর যেন এদেশের মাটিতে জামাত-শিবির চক্র মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সে জন্য আমাদের সোচ্চার থাকতে হবে। ২০১৩ সালের মত এদেশকে আর অশান্ত করতে দেওয়া হবে না। বিগত নির্বাচন ছিল বর্তমান সরকারের একটি চ্যালেঞ্জ। আর সেটা সম্ভব হয়েছে একমাত্র শেখ হাসিনা এর কারণে। এই নির্বাচন না হলে দেশে গণতন্ত্র বিপন্ন হতো। তৈরি হতো সাংবিধানিক সংকট। বক্তারা আরো বলেন, খালেদা জিয়া ও তার দোসররা এখনও দেশকে অশান্ত করার জন্য পায়তারা চালিয়ে যাচ্ছে। সাতক্ষীরা জেলায় আওয়ামীলীগের যে ৪টি নির্বাচনী আসন আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাদেরকে মনোয়ন দেবে যুবলীগকে তাদের পক্ষে কাজ করার আহবান জানান বক্তারা। শেখ হাসিনা সরকার কে আবারও রাষ্ট্রীয় আনতে আমাদেরকে একসাথে কাজ করতে হবে। ২০১৩ সালের মত অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী একাদশ জাতীয় সংসনদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।