দেবহাটা

চেয়ারম্যান রতনের উপর হামলায় জড়িতদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

By Daily Satkhira

January 07, 2018

দেবহাটা ব্যুরো : দেবহাটার ৩নং সখিপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতনের উপর সন্ত্রাসী হামলায় জড়িতদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ইউনিয়ন পরিষদের সদস্যরা। রবিবার বেলা ১১ টায় ইউনিয়ন পরিষদের হল রুমে ইউপি সদস্যদের পক্ষে ৪নং ওয়ার্ড সদস্য আব্দুল করিম গাজী লিখিত বক্তব্যে বলেন, আমরা নির্বাচিত হওয়ার পর থেকে আমাদের সুযোগ্য চেয়ারম্যান সাহেবের সাথে সু-সম্পর্ক রেখে স্ব-স্ব ওয়ার্ডকে বিভিন্ন ভাবে উন্নয়ন করে চলেছি। চেয়ারম্যানের নেতৃত্বে আমাদের ইউনিয়ন পরিষদকে সৌন্দর্য্যবর্ধনসহ মিনি শিশু পার্ক, সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভবন ও খেলার মাঠ সংস্কার সহ প্রাচির নির্মাণ করে বিদ্যালয়ের সৌন্দর্য্য বর্ধন, দক্ষিণ সখিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রচির নির্মাণ, ঈদগাহ সরকারি প্রথমিক বিদ্যালয়ের রাস্তা নির্মাণ, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভৌত-অবকাঠমোগত উন্নয়ন এবং এলাকার বিভিন্ন রাস্তা-ঘাট কালভার্ট নির্মাণ ইতিমধ্যে ইউনিয়নবাসীর কাছে প্রশাংসিত হয়েছে। কিন্তু গত ০২জানুয়ারি২০১৮ তারিখ রাতের আধারে দেবহাটা সখিপুর সড়কে রহিমের বাড়ি সংলগ্ন ভাঙ্গন কবলিত রাস্তার উপরে সন্ত্রাসীরা গুলি চলিয়ে আমাদের চেয়রম্যান শেখ ফারুক হোসেন রতনকে হত্যার যে চেষ্টা করেছিল আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। তাছাড়া আমাদের চেয়ারম্যান মহোদয় যাতে দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন সে জন্য ইউনিয়ন বাসীর কাছে আমরা দোওয়া প্রার্থনা করি। পাশাপাশি এই সন্ত্রাসী হামলায় এখনও কোন সন্ত্রাসী চিহ্নিত বা গ্রেফতার না হওয়ায় আমরা আতঙ্কিত। তাই পুলিশ সুপার মহোদয় সহ প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাদের কাছে আমাদের জোর দাবি অনতিবিলম্বে এই হত্যা চেষ্টায় জড়িতদের চিহিৃত করে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরতী রানী, প্যানেল চেয়ারম্যান নির্মল কুমার মন্ডল, ইউপি সদস্য মোখলেছুর রহমান, আকবার আলী, পরিতোষ বিশ্বাস, জগন্নাথ মন্ডল, মোনাজাত আলী, আবুল হোসেন, হাফিজুর রহমান হাফিজ, রেহানা ইসলাম ও আলফাতুন্নেছা।