সাতক্ষীরা

সরকারের সাফল্য ও উন্নয়ন ভবনা নিয়ে ফিংড়ীতে মহিলা সমাবেশ

By Daily Satkhira

January 07, 2018

আক্তারুজ্জামান : সদর উপজেলার ফিংড়ীতে সরকারের সাফল্য ও উন্নয়ন ভবনা বিষয়ে ভিশন ২০২১ শীর্ষক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় ফিংড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে জেলা তথ্য অফিসের আয়োজনে এই মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসার মোঃ মুজাম্মেল হকের সভাপতিত্বে মহিলা সমাবেশে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আছাদুজ্জামান বাবু। এসময় তিনি বলেন আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার, এ সরকারের কোন বিকল্প নেই। বিএনপি সরকারের আমলে মোবাইলে ১মিনিট কথা বলতে গেলে ৯থেকে ১০টাকা বিল দিতে হত এবং একটি সিম কিনতে গেলে ৫থেকে ৬হাজার টাকা দিতে হয়েছিলো কোম্পানিকে। কিন্তু বর্তমান সরকারের আমলে মোবাইলে ৩০পয়সায় কথা বলার ব্যবস্থা করে দিয়েছে এবং একেবারে স্বল্প মূল্যেই সিম কিনতে পারেন জনগন। বাংলার অসহায় মানুষের উন্নয়নের কথা চিন্তা করে সরকার ১০টাকায় ব্যাংক একাউন্ট খুলে দিয়েছেন এবং ১০টাকায় চাউল খাওয়াচ্ছেন সরকার। সার ও ডিজেলের পর্যাপ্ত সরবরাহ থাকায় বাংলার কৃষকদের মুখে হাসি ফুটে উঠেছে। আওয়ামীলীগ সরকার প্রতিটি সরকারী চাকুরীজীবিদের বেতন বৃদ্ধি, সাতক্ষীরায় মেডিকেল কলেজ নির্মাণ, ১৪ফুট চওড়া বাইপাস সড়ক, ক্যান্সার, লিভার ও কিডণী রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবার ব্যবস্থা করা সহ সাতক্ষীরা টু নাভারণ রেল লাইনের কাজ অব্যহত রেখেছেন। সরকার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দিচ্ছেন। সরকার স্বাস্থ্য সেবা জনগনের দোড় গোড়ায় পৌঁছে দিয়েছেন এবং অতিদ্রুত প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সেই অপারেশনের ব্যবস্থা করা হবে, সরকার ন্যাশনাল সার্ভিসের মাধ্যমে বাংলার প্রতিটি ঘরে ঘরে চাকুরীর সুযোগ করে দিয়েছেন, সকল গর্ববতী মায়েদের, হত দরিদ্র ও বয়স্ক মানুষের সরকারি ভাতা দিচ্ছেন। সরকার প্রতিটি জেলায় ৩০কোটি টাকা ও উপজেলায় ১৫ কোটি টাকা ব্যয়ে মসজিদ নির্মানের কাজ হাতে নিয়েছেন। এসকল উন্নয়ন আওয়ামীলীগ সরকারের আমলেই সম্ভব হয়েছে। সরকারের উন্নয়নকে ধরে রাখতে হলে আমাদেরকে আবারও নৌকাকে বিজয়ী করতে হবে। জেলা তথ্য অফিসের ঘোষক মোঃ মনিরুজ্জামান মনি’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা আ’লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, পৌর আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদুজ্জামান রাশি, ফিংড়ী ইউনিয়ন আ’লীগ সেক্রেটারী ও ইউপি চেয়ারম্যান সামছুর রহমান, ব্যাংদহা বাজার কমিটির সেক্রেটারী শেখ মোনায়েম হোসেন, ইউপি সদস্য মিজানুর রহমান, আফসার উদ্দীন, আব্দুর রকিব ঢালী, সুকুমার সরকার, আশরাফ উদ্দীন, শেখ জাকিরুল হক, মহাদেব কুমার ঘোষ সহ মহিলা ইউপি সদস্যা নাছিমা খাতুন, রোকেয়া বেগম প্রমুখ।