শ্যামনগর

রেবেকা ইমতিয়াজ ট্রাস্ট এর পক্ষ থেকে চাদর বিতরণ

By daily satkhira

January 08, 2018

নিজস্ব প্রতিবেদক : রেবেকা ইমতিয়াজ ট্রাস্ট এর পক্ষ থেকে গরিব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র(চাদর) বিতরণ করা হয়েছে। গত ৮ জানুয়ারি ২০১৮ সাল শ্যামগনরের কাশিমাড়ী ইউনিয়নের ঘোলা গ্রামের আশ্রায়ন প্রকল্প এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, এই ট্রাস্ট্রের সভাপতি জি এম আব্দুল্লাহ আল মামুন। এলাকার গন্যমান্য ব্যক্তিরাও উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রকৃত গরিবদেরকে শীতবস্ত্র বিতরণের সাহায্য করেন। এসময় মোট ৮০ জন অসহায় ব্যক্তিদের শীতবস্ত্র(চাদর) বিতরণ করা হয়। উল্লেখ্য : রেবেকা ইমতিয়াজ ট্রাস্ট সিডোর পরবর্তী বছর ২০০৮ সালে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলীয় জেলা সাতক্ষীরা দুর্যোগ এলাকার মানুষের জন্য জন্মলাভ করে। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার উপকুলীয় এলাকা জুড়ে আজ অবধি সিডোর ও আইলার তান্ডব চোখে পড়ে যা অন্যান্য জেলার তান্ডবতা থেকে ভিন্ন। যেমন, জোয়ারের পানিতে অনেক ইউনিয়ন এখনও প্লাবিত হয় এবং বর্ষা মৌসুমে ডুবে থাকে অনেক এলাকা। অত্র এলাকার বেশিভাগ গরিব দুঃখী মানুষের সহায়তায় ঘোলার সন্তান ডাঃ জি এম ইমতিয়াজ উদ্দীন সম্পূর্ন ব্যক্তিগত ও স্বীয় পরিবারের দানের এই ট্রাস্ট চালিয়ে নিচ্ছেন। এছাড়াও এই ট্রাস্টের এই পর্যন্ত সুপেয় পানির জন্য ডিপ টিউবওয়েল দান করেছেন। আরো দুটি স্কুল বর্তমানে এই এলাকারই বাচ্চাদের শিক্ষাদান করে যাচ্ছে। তাছাড়া আরো একটি স্কুল ভবন নির্মানাধীন আছে। মানুষের শিক্ষাদান ও সুপেয় পানির ব্যবস্থা করায় এই ট্রাস্টের মুল উদ্দেশ্য।