কালিগঞ্জ

৩৬ বছর পর বাঁশতলা বাজারের কমিটি গঠন

By Daily Satkhira

January 09, 2018

কালিগঞ্জ ব্যুরো: দীর্ঘ ৩৬ বছর পর আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে উপজেলার বাঁশতলা বাজার বনিক সমিতির পূনাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। রোববার সন্ধ্যার পূর্ব মুহুত্বে বাঁশতলা বাজার চত্ত্বরে সকল ব্যবসায়িদের অংশগ্রহণে সর্বসম্মতিক্রমে ব্যবসায়ি ও বাজার বনিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এসএম আব্দুল হাকিমের সভাপতিত্বে জয়দেব কুমার বিশ্বাসকে সভাপতি ও আব্দুল জলিল সরদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৭ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি শফিকুল ইসলাম বাবু, মুজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ রাম প্রসাদ মন্ডল, ক্রীড়া সম্পাদক লুৎফর রহমান শাহাজী। বিষ্ণপুর ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের সভাপতি ইফতেখরুল সুমনের সঞ্চালনায় কমিটি গঠণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান। কমিটির গঠণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণশ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোবিন্দ মন্ডল, বিষ্ণুপুর ইউনিয়ন আওয়অমীলীগের সভাপতি নুরুল হক সরদার, সাধারণ সম্পাদক নিরাঞ্জন কুমার পাল, দক্ষিণশ্রীপুর ইউনিয়ন পরিষদের সদস্য আহম্মাদ আলী সরদার, বিষ্ণপুর ইউনিয়ন পরিষদের সদস্য খলিল সরদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গৌতম লস্কর, জাতীয় শ্রমিকলীগ উপজেলা শাখার সভাপতি শাহাজালাল, সাধারণ সম্পাদক গাজী আব্দুস সবুর, বাঁশতলা বাজার কমিটির সাবেক সভাপতি নির্মল কুমার মন্ডল প্রমুখ। এই কমিটি আগামি তিন বছরের জন্য বাঁশতলা বাজার বনিক সমিতির কার্যক্রম পরিচালনা করবে।