ফিচার

কাল শুরু সাতক্ষীরা উন্নয়ন মেলা

By Daily Satkhira

January 09, 2018

এম বেলাল হোসাইন: সরকারের চলমান সাফল্য তুলে ধরতে সাতক্ষীরায় বসছে বর্ণাঢ্য উন্নয়ন মেলা ২০১৮। কাল বৃহস্পতিবার থেকে তিনব্যাপী এই মেলা বসবে শহরের প্রাণকেন্দ্র শহিদ আব্দুর রাজ্জাক পার্ক জুড়ে। এতে অংশ নিয়ে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, গ্রোথ সেন্টার, প্রাথমিক ও মাধ্যমিক স্কুল মাদ্রাসার নানা সাফল্য বিষয়ক প্রদর্শনী তুলে ধরা হবে। এতে কৃষি, শিল্প, খাদ্য, যোগাযোগ, সংস্কৃতি, শিক্ষা, পর্যটন, বিনোদনসহ নানা বিষয়ে সরকারের সাফল্যের সংবাদ। প্রাণ ভরে মানুষ দেখতেও জানতে পারবে তার জেলার চিত্র। মঙ্গলবার বিকালে তার সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। তিনি বলেন এদিন সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মেলার দ্বার উন্মোচন হবে। এবারের উন্নয়ন মেলা ২০১৮ এর প্রতিপাদ্য বিষয় ‘উন্নয়নের রোল মডেল শেখ হাসিনার বাংলাদেশ’। জেলার প্রশাসক বলেন উন্নয়ন মেলায় সরকারি বেসরকারি স্বায়ত্ব শাসিত দফতর, ব্যাংক বীমা ও এনজিও প্রতিষ্ঠান কমপক্ষে ৯০টি উন্নয়ন স্টল খুলবে। এসব স্টলে দেড় শতাধিক প্রতিষ্ঠান তাদের উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম অডিও ভিডিও ব্যানার ফেস্টুন লিফলেটসহ বিভিন্ন মাধ্যমে তুলে ধরবে। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৭ টা পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকবে এ মেলা। জেলা প্রশাসক বলেন বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক যোগে সারা দেশের জেলা উপজেলায় এই মেলার উদ্বোধন ঘোষণা করবেন। পরে বেলুন উড়িয়ে মেলার সূচনা করা হবে। এ সময় উপস্থিত থাকবেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব এনএম জিয়াউল আলম ( সমন্বয় ও সংস্কার) সহ অন্যান্য কর্মকর্তারা। জেলা প্রশাসক বলেন উন্নয়ন মেলায় এবারের অন্যতম প্রধান আকর্ষণ হবে ‘সাতক্ষীরার আকর্ষণ, সড়ক পথে সুন্দরবন’। এর সাথে উপস্থাপিত হবে সাতক্ষীরার আকর্ষণ আম, কুল, চিংড়ি, মাছ, সন্দেশ, নারকেল গাছের কলম ও পোড়া মাটির তৈরি টালি। থাকবে দেশপ্রেমও মহান মুক্তিযুদ্ধ বিষয়ক বহুমুখী ঐতিহাসিক প্রচারণা। এ ছাড়া মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে থাকবে সরব প্রচার। মেলায় ‘শেখ হাসিনার বিশেষ উদ্যোগ’ শিরোনামে প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগ সফলতা ও সুফল সম্পর্কে জনগণকে অবহিত করতে প্রচার চালানো হবে। সহ¯্রাব্দের লক্ষ্যমাত্রা ( এমডিজি) অর্জনে সাফল্য ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) কার্যক্রমের প্রচার, নাগরিক সেবায় উদ্ভাবন ও ডিজিটাইজেশন বিষয়ে অডিও ভিডিও স্লাইড প্রদর্শনী ও লিফলেট বিতরণ করা হবে। প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মো. জাকির হোসেন , মোতাকাব্বির আহমেদ, সদর ইউএনও তহমিনা খাতুনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা প্রশাসক।