ফিচার

মানুষের অধিকার ক্ষুণ্ন হয় এমন কাজ থেকে সব সময় নিজেকে বিরত রেখেছি -বিদায়ী সাতক্ষীরা জেলা ও দায়রা জজ

By Daily Satkhira

January 10, 2018

নিজস্ব প্রতিবেদক : জেলা ও দায়রা জজ জোয়ার্দ্দার মোঃ আমিরুল ইসলামের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় সাতক্ষীরা আইনজীবী সমিতির হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে সাতক্ষীরা আইনজীবী সমিতি। সাতক্ষীরা আইনজীবী সমিতির সভাপতি এড. এম শাহ আলমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এড. ওসমান গণির পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বিদায়ী জেলা ও দায়রা জজ জোয়ার্দ্দার আমিরুল ইসলাম। তিনি বলেন, সাতক্ষীরা আমার একটি পুরাতন জেলা। এ জেলা কে তিনি সব সময় নিজের মাতৃভূমি মনে করেছি। সুদীর্ঘ কর্মকালে আইনজীবী ও বিচারকবৃন্দদের সাথে সুসম্পর্ক বজায় রেখে কাজ করার চেষ্টা করেছি। তিনি আরো বলেন, মানুষের অধিকার ও বঞ্চিত হয় এমন কাজ থেকে সব সময় নিজেকে বিরত রেখেছি। তিনি আরো বলেন, সাতক্ষীরায় আইনজীবীদের সাথে সুসম্পর্ক ছিল বলে ভাল ভাবে কাজ করতে পেরেছি। আগামী দিন গুলো এ জেলার কথা মনে থাকবে বলে তিনি জানান। অনুষ্ঠানে বক্তব্য দেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আশরাফুল ইসলাম, চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রাফিজুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য়) অরুনাভ চক্রবর্তী, সাতক্ষীরা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. আব্দুর রউফ, জিপি এড. গাজী লুৎফর রহমান, সাতক্ষীরা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. গোলাম মোস্তফা (১), এড. আবুল হোসেন (২), সাবেক সাধারণ সম্পাদক এড. সরদার আমজাদ হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের বিশেষ পিপি এড. এস এম জহুরুল হায়দার, অতিরিক্ত পিপি এড. শেখ আব্দুস সামাদ। উপস্থিত ছিলেন সাতক্ষীরা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. আব্দুল মজিদ, অতিরিক্ত পিপি এড. সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু, এড. তামিম আহমেদ সোহাগ, এড. সাইদুজ্জামান জিকো, এড. একেএম তৌহিদুর রহমান শাইনসহ অন্যান্য বিচারক ও আইনজীবীবৃন্দ। পরে বিকালে সাতক্ষীরা আইনজীবী সহকারী সমিতির উদ্যোগে জেলা ও দায়রা জজ জোয়ার্দ্দার মোঃ আমিরুল ইসলামের অবসর জনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়।