তালা

তালায় পিঠা উৎসব ও বর্ষবরণ উৎসব

By Daily Satkhira

January 10, 2018

তালা প্রতিনিধি : তালার বেসরকারি উন্নয়ন সংস্থা সাস’র উদ্যোগে, সংস্থার সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচি প্রকল্প’র আওতায় বর্ষবরণ, পিঠা ও পৌষ উৎসব সোমবার দিনব্যপী সাস কার্যলয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পের আওতাভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানদের অংশগ্রহনে পৌষ ও পিঠা উৎসব শেষে সন্ধ্যায় একই স্থলে প্রতিবছরের ন্যায় বর্ষবরণ এবং ডায়েরি বিতরণ অনুষ্ঠান- সাস’র নির্বাহী পরিষদের সভাপতি আশুতোষ সরকার’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা সরকারি কলেজের অধ্যক্ষ মো. গোলাম মোস্তফা। স্বাগত বক্তব্য রাখেন, সাস’র নির্বাহী পরিচালক শেখ ইমান আলী। বিশেষ অতিথির বক্তৃতা করেন, তালা থানার ওসি মো. হাসান হাফিজুর রহমান, তালা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শেখ আব্দুল মালেক, তালা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রহমান, শালিখা ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু ও তালা মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম। সাস’র সমন্বয়কারী মো. শাহ আলম’র পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাংবাদিক, এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধি ও সুশীল সমাজ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।